Wednesday, August 27, 2025

বাংলা ক্রিকেট (Bengal Cricket) দলের কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা (Raxmi Ratan Sukla)। সূত্রের খবর, অভিমূন‍্য ঈশ্বরনদের দায়িত্ব নিতে চলেছেন বাংলার এই প্রাক্তন ক্রিকেটার। অপরদিকে ব্যাটিং কোচ করা হচ্ছে ডব্লিউভি রামনকে। সহকারি কোচ ছিলেন সৌরাশিস লাহিড়ী। সূত্রের খবর অনুর্ধ্ব-২৩ বা অনুর্ধ্ব-২৫ দলের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হেড কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লার নাম ঘোষণা করতে চলেছে সিএবি। বাংলার প্রাক্তন এই অধিনায়ক, দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন। ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। খেলা ছাড়ার পর একটা সময় রাজনীতির মঞ্চে পা রাখেন লক্ষ্মী। পাঁচ বছর সেই দায়িত্ব সামলানোর পর রাজনীতিই ছেড়ে দেন তিনি। এরপর ফের ফিরে আসেন মাঠে। তারপর বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় লক্ষ্মীর কাঁধে। অপরদিকে এর আগে দুই দফায় বাংলার কোচের দায়িত্ব সামলেছেন রামন। গত তিন বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ, ভারতের মহিলা সিনিয়র দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রামন। উল্লেখ্য ২০১০ সালে রামনের কোচিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল বাংলা। ২০১২ সালেই রামনের প্রশিক্ষণে মুম্বইকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছিল বাংলা।

সদ‍্য বাংলা দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অরুণ লাল। তাঁর কোচিং-এ এবছর রঞ্জিতে সেমিফাইনাল ওঠে মনোজ তিওয়াড়িরা। তবে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলা। এরপরই শোনা যায় কোচ বদল হতে পারে বাংলা দলের। কে কোচ হবেন সেই নিয়ে বিস্তর আলোচনা হয়। সেই সময় উঠে আসে ওয়াসিম জাফর, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো নামও।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version