Monday, August 25, 2025

কালীকে অপমান করেছে BJP, পুজো ও ইভেন্টের পার্থক্য জানে না: নিজের ঘরেই বিদ্ধ সুকান্তরা

Date:

রাজনীতিতে ভেসে থাকতে কালীকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বঙ্গে বিজেপি। ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো(Kali Puja) করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শেষ বেলায় সে সিদ্ধান্ত থেকে পিছু হঠেন সুকান্ত-শুভেন্দুরা। আর এই ঘটনায় নতুন করে উস্কে উঠল বিতর্ক। সুকান্ত-শুভেন্দুদের তোপ দেগে সরব হল বিজেপির(BJP) বিক্ষুব্ধ গোষ্ঠী ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)। বিক্ষুব্ধ গোষ্ঠীর স্পষ্ট অভিযোগ, “মা কালীকে অপমান করছে বঙ্গ বিজেপির ‘ফেলিওর গ্যাং’। তারা পুজো ও কর্মসূচীর পার্থক্য বোঝে না।”

বিজেপির কালীপুজো বাতিলের এই সিদ্ধান্তকে রীতিমত তোপ দেগে সেভ বেঙ্গল বিজেপির তরফে টুইট করে লেখা হয়, “বেপরোয়া ‘ফেলিওর গ্যাং’ অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা দলীয় অফিসে কালী পুজোর পরিকল্পনা করে মা কালীকে অপমান করেছে। কোনটাকে পুজো বলে আর কোনটাকে কর্মসূচী বলে তারা এটাও জানে না। মা কালী বঙ্গ বিজেপিকে রক্ষা করুন।” বিক্ষুব্ধ বিজেপির এহেন টুইটের রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ পুড়েছে সুকান্ত-শুভেন্দুদের। কারণ রাজনীতি করতে দলের অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল তাতে দ্বিমত ছিলেন বহু নেতা। পুজোর নামে রাজনৈতিক কর্মসূচী মানতে একেবারেই রাজি ছিলেন না আদি বিজেপির বহু নেতাই।

যদিও সে আপত্তি ফুঁৎকারে উড়িয়ে বেপরোয়া ও রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করে। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে পুজোর নামে এই রাজনৈতিক কর্মসূচী বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর এই ইস্যুতেই রাজ্য নেতাদের তোপ দেগে এবার সরব হল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী।


Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version