Tuesday, November 11, 2025

কালীকে অপমান করেছে BJP, পুজো ও ইভেন্টের পার্থক্য জানে না: নিজের ঘরেই বিদ্ধ সুকান্তরা

Date:

রাজনীতিতে ভেসে থাকতে কালীকে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বঙ্গে বিজেপি। ২৮ জুলাই সেন্ট্রাল এভিনিউতে রাজ্য সদর দফতরের সামনে বিশেষ কালীপুজো(Kali Puja) করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শেষ বেলায় সে সিদ্ধান্ত থেকে পিছু হঠেন সুকান্ত-শুভেন্দুরা। আর এই ঘটনায় নতুন করে উস্কে উঠল বিতর্ক। সুকান্ত-শুভেন্দুদের তোপ দেগে সরব হল বিজেপির(BJP) বিক্ষুব্ধ গোষ্ঠী ‘সেভ বেঙ্গল বিজেপি'(Save Bengal BJP)। বিক্ষুব্ধ গোষ্ঠীর স্পষ্ট অভিযোগ, “মা কালীকে অপমান করছে বঙ্গ বিজেপির ‘ফেলিওর গ্যাং’। তারা পুজো ও কর্মসূচীর পার্থক্য বোঝে না।”

বিজেপির কালীপুজো বাতিলের এই সিদ্ধান্তকে রীতিমত তোপ দেগে সেভ বেঙ্গল বিজেপির তরফে টুইট করে লেখা হয়, “বেপরোয়া ‘ফেলিওর গ্যাং’ অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদাররা দলীয় অফিসে কালী পুজোর পরিকল্পনা করে মা কালীকে অপমান করেছে। কোনটাকে পুজো বলে আর কোনটাকে কর্মসূচী বলে তারা এটাও জানে না। মা কালী বঙ্গ বিজেপিকে রক্ষা করুন।” বিক্ষুব্ধ বিজেপির এহেন টুইটের রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ পুড়েছে সুকান্ত-শুভেন্দুদের। কারণ রাজনীতি করতে দলের অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল তাতে দ্বিমত ছিলেন বহু নেতা। পুজোর নামে রাজনৈতিক কর্মসূচী মানতে একেবারেই রাজি ছিলেন না আদি বিজেপির বহু নেতাই।

যদিও সে আপত্তি ফুঁৎকারে উড়িয়ে বেপরোয়া ও রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি অকাল কালীপুজো উপলক্ষে জেলায় জেলায় চাল, ডাল তোলা শুরু করে। তা দিয়েই নাকি মায়ের ভোগ প্রসাদ তৈরি করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে পুজোর নামে এই রাজনৈতিক কর্মসূচী বাতিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি। আর এই ইস্যুতেই রাজ্য নেতাদের তোপ দেগে এবার সরব হল বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী।


Related articles

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা...

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...
Exit mobile version