Thursday, November 13, 2025

রাজ্যসভায় বিরোধীদলের ১৯ সাংসদকে সাসপেন্ড, প্রতিবাদে টুইটে সরব তৃণমূল

Date:

সংসদের(Parliament) বাদল অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভায় (Rajya Sabha) সরব হন বিরোধী দলের সাংসদরা। যার জেরেই রাজ্যসভায় তৃণমূলের সাত সদস্য সহ বিরোধী দলের মোট ১৯ জনকে সাসপেন্ড করেন ওম বিড়লা। এরই প্রতিবাদে টুইটে সরব হল তৃণমূল। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O’ Brien) টুইটে লেখেন, মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা না করে রাজ্যসভার বিরোধী দলের ১৯ জন সাংসদকে সাসপেন্ড করার জন্য সরকার দুঃখ প্রকাশ করুক।

এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, আমাদের সংসদ সদস্যদের বরখাস্ত না করে, সরকারের উচিত লাগাতার মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা! আমাদের সাংসদরা আজ সংসদের বাইরে বিক্ষোভ করছেন। তৃণমূলের পক্ষ থেকে টুইট করে বিজেপি-কে আক্রমণ করে বলা হয়েছে, সাংসদদের সাসপেন্ড করে তৃণমূলকে চুপ করানো যাবে না৷ তৃণমূলের অভিযোগ, বিরোধী সাংসদরা মানুষের সমস্যাগুলিই তুলে ধরার চেষ্টা করছেন৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের অভিযোগ, সরকারই সংসদের কাজ ঠিক মতো হতে দিচ্ছে না৷ তিনি কটাক্ষ করেন, ‘মোদি-শাহ গণতন্ত্রকেই সাসপেন্ড করে দিয়েছেন, সাংসদদের আর কী করবেন!’ তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এতদিন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলত বিজেপি৷ এখন তারা বিরোধী মুক্ত ভারত করতে চাইছে৷

উল্লেখ্য, গতকাল তৃণমূলের যে সাত সদস্যকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, শান্তনু সেন, দোলা সেন, নাদিমুল হক, মৌসম নুর এবং আবির রঞ্জন বিশ্বাস৷ মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্য সভায় সরব হন তৃণমূল সহ বেশ কয়েকটি বিরোধী দলের সাংসদরা৷ সংসদের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের সাসপেন্ড করেন চেয়ারম্যান৷ তৃণমূলের পাশাপাশি তালিকায় ছিল ডিএমকে, সিপিআই, সিপিএম এবং টিআরএসর বেশ কয়েকজন সাংসদ। এর পাশাপাশি বুধবার এক আপ সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।


Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version