Friday, November 14, 2025

ধর্মেন্দ্র সাক্ষাৎ! তীব্র রাজনৈতিক জল্পনার মধ্যেই পালটা জবাব কুণালের

Date:

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের(Dharmendra Pradhan) সাক্ষাৎ। আর এই সাক্ষাৎকে কেন্দ্র করেই সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমত বিবৃতি জারি করে কুণালের বিরুদ্ধে ‘অনাহুত অতিথি’র অভিযোগ এনেছে বিজেপি(BJP)। যদিও পালটা রাজ্য বিজেপি নেতাদের এহেন মন্তব্যকে পাল্টা কটাক্ষ করে, আসল সত্যিটা প্রকাশ্যে আনলেন কুণাল।

সেদিনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বুধবার টুইট করে কুণাল ঘোষ লেখেন, “হ্যাঁ, ঘটনাচক্রে শ্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আমার সাক্ষাত হয়েছে যখন আমি আমার বাড়িতে ফিরছিলাম। কিন্তু ভাবতে পারিনি ছোট ব্যাপারটা বিজেপিকে এমনভাবে নাড়িয়ে দেবে। এই ঘটনায় কোনো রাজনীতি ছিল না। ওই একই বিল্ডিংয়ে আমাকে দেখে স্থানীয় বিজেপি কর্মীরা সৌহার্দ্যপূর্ণভাবে আমাকে ভেতরে নিয়ে যান।”

এর পাশাপাশি তিনি আরও লেখেন, “সুন্দর প্রশংসা এবং মিষ্টির জন্য শ্রী ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ। ওনার কাছে আমি আমার প্রাক্তন সাংসদের পরিচয় ব্যবহার করিনি। ধর্মেন্দ্র প্রধান সেখানে উপস্থিত বিজেপি নেতাদের সংসদে আমার বক্তৃতার প্রশংসা করেছিলেন। আর এখন আমি বিজেপির এই ধরনের নড়বড়ে প্রতিক্রিয়া উপভোগ করছি। যা প্রমাণ করে বিজেপির নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। এটা আমার কাছে এখন সত্যিই মজার বিষয়।”

উল্লেখ্য, মানিকতলায় সোম মণ্ডল নামে এক আইনজীবীর ফ্ল্যাটে গত শনিবার বিজেপির সাংগঠনিক বৈঠক ছিল। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাৎপর্যপূর্ণভাবে সোহমের ফ্ল্যাটের ঠিক উপরের তলাতেই কুণাল ঘোষের ফ্ল্যাট। সেখানেই কুণাল ঘোষের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বৈঠক হয় বলে জল্পনা ছড়ায়। এবিষয়েই সম্প্রতি বিবৃতি জারি করে বিজেপির তরফে জানানো হয়, মানিকতলা এলাকায় একটি বাড়িতে দলের একটি সাংগঠনিক বৈঠক ছিল। বৈঠকের শেষে নৈশ্যভোজেরও আয়োজন ছিল। কার্যকর্তাদের নিয়ে সেই বৈঠকে বিনা আমন্ত্রণে হাজির হন কুণাল ঘোষ। একইসঙ্গে বিজেপি জানায়, আমন্ত্রণ ছাড়াই তিনি চলে আসেন, যা আশা করা যায়নি। সেখানে কুণালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও আলোচনা হয়নি। কেবলমাত্র কুণাল সেখানে গিয়ে মন্ত্রীকে জানান যে, তিনি প্রধানের রাজ্যসভার সহকর্মী। এ ধরনের কিছু সৌজন্যমূলক আলাপচারিতা ছাড়া কোনও কথা হয়নি। আচমকা এভাবে বিনা আমন্ত্রণে কুণাল সেখানে হাজির হওয়ার পরেই ধর্মেন্দ্র প্রধান চলে যান বলে দাবি করে বিজেপি। এবার বিজেপির বিবৃতির পালটা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।


Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version