Monday, May 12, 2025

আর্থিক দুর্নীতি দমন আইনে ইডির ক্ষমতাকে বৈধতা দিল দেশের শীর্ষ আদালত । আর্থিক তছরুপ সংক্রান্ত বিভিন্ন মামলায় ইডি (Enforcement Directorate)-এর তদন্ত, গ্রেফতার এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকারকেই বজায় রাখল সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চ (Supreme Court) ৷

উল্লেখ্য আর্থিক দুর্নীতি দমন আইনের বিধান এবং এই আইনের আওতায় কাউকে গ্রেফতার করা ও তদন্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। এর আগেই ‘আর্থিক তছরুপ প্রতিরোধ আইন’ (Money Laundering Act) বা পিএমএলএ (PMLA)-এর আওতায় ক্ষমতা পেয়েছিল ইডি (ED) à§· যা প্রত্যাহারের দাবিতে দেশের শীর্ষ আদালতে মামলা রুজু করা হয় à§· প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের (P Chidambaram) ছেলে কার্তির (Karti Chidambaram) বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তারপরেই কার্তি চিদাম্বরম সহ ২৪২ জন ইডির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন।  বুধবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট à§· দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল তল্লাশি করা, সম্পত্তি বাজেয়াপ্ত করা, এমনকি প্রয়োজনে গ্রেফতার করার অধিকারও থাকছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি, অন্যদিকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ চলছে সোনিয়া গান্ধীরও। এই অবস্থায় যাতে কোনওভাবেই তদন্ত প্রভাবিত না হয়, তার জন্য ইডির ক্ষমতা বহাল রাখল সুপ্রিমকোর্ট বলে জানা যাচ্ছে।


Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version