Sunday, November 9, 2025

BSNL-কে বাঁচাতে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ কেন্দ্রের

Date:

টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)-কে বাঁচাতে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেল কেন্দ্র। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এ কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তিনি বললেন, বরাদ্দ অর্থ দিয়ে বিএসএনএলের বকেয়া মেটানোর পাশাপাশি আরও বেশি করে ফাইবার নেটওয়ার্ক (Fiber Network) বৃদ্ধি করা হবে। এছাড়াও বিএসএনএল-এর (BSNL) পরিষেবা উন্নত করার দিকে নজর দেওয়া হবে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় টলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ফোর জি ও ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য স্পেকট্রাম বরাদ্দ করার বিষয়েও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রীসভা। এর পাশাপাশি বিএসএনএল-এর পরিকাঠামোর উন্নয়ন ও সম্প্রসারণের জন্যও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহুর্তে ৩৩ হাজার কোটি টাকার ঋণ রয়েছে বিএসএনএল-এর। ঋণের বোঝা কমাতে বন্ড ইস্যু করা হবে। এর পাশাপাশি স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণও দেওয়া হবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক বিএসএনএল-এর সঙ্গে মিশে যাবে।

দেশে একাধিক বেসরকারি টেলিকম সংস্থার হাত ধরে মোবাইল যোগাযোগে বড় বিপ্লব ঘটে গিয়েছে। অনেক কম খরচে রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোনের মতো সংস্থা ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। সেই লড়াইতেই এবার ঘুরে দাঁড়াতে চাইছে মৃতপ্রায় বিএসএনএল। বর্তমানে এই টলিকম সংস্থার মোট ৬.৮ লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বর্তমানে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক ও বিএসএনএল মিলে গেলে এর সঙ্গে যুক্ত হবে আরও ৫.৬৭ লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবারের যোগাযোগ। এগুলি দেশের ১ লক্ষ ৮৫ হাজার গ্রামে ছড়িয়ে আছে।


Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version