Monday, August 25, 2025

রাজ্যসভা থেকে সাসপেন্ড আরও ৩ বিরোধী সাংসদ, সংখ্যা বেড়ে ২৭

Date:

সংসদে(Parliament) বিরোধীদের কণ্ঠরোধ করতে ‘ফতোয়া’ চাপানো হয়েছে আগেই। আর সেই ফতোয়াকে হাতিয়ার করে সাসপেন্ড করা হচ্ছে একের পর এক বিরোধী সাংসদকে(Opposition MP)। বৃহস্পতিবার নতুন করে ৩ সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন আপ সাংসদ সন্দীপকুমার পাঠক, সুশীলকুমার গুপ্তা এবং নির্দল সাংসদ অজিতকুমার ভুঁইঞা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সংসদে সাসপেন্ড হওয়া সদস্যের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। যাঁদের মধ্যে ৪ জন লোকসভার সদস্য।

রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সংসদে গুজরাটের বিষমদকাণ্ড নিয়ে সরব হন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। অভিযোগ সেই সময় সংসদ কক্ষে শ্লোগান দেওয়ার পাশাপাশি কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন। যার জেরেই চলতি সপ্তাহের জন্য ওই সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁর পাশাপাশি সাসপেন্ড করা হয় আর ২ সাংসদকে। এদিকে সংসদে একের পর এক সাসপেনশনের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও ব্রায়েন।

পাশাপাশি সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের নিয়ে পঞ্চাশ ঘণ্টার ম‌্যারাথন অবস্থানের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। বিরোধী শিবিরের প্রত্যেকেই যাতে অবস্থানে এসে কিছুক্ষণ কাটান, সেই ব্যবস্থাও করেছে। একইসঙ্গে দেশে বাড়তে থাকা ভয়াবহ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদের অন্দরে সরব হয়েছে ঘাসফুল শিবির।


Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version