Monday, May 5, 2025

সংসদে(Parliament) বিরোধীদের কণ্ঠরোধ করতে ‘ফতোয়া’ চাপানো হয়েছে আগেই। আর সেই ফতোয়াকে হাতিয়ার করে সাসপেন্ড করা হচ্ছে একের পর এক বিরোধী সাংসদকে(Opposition MP)। বৃহস্পতিবার নতুন করে à§© সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন আপ সাংসদ সন্দীপকুমার পাঠক, সুশীলকুমার গুপ্তা এবং নির্দল সাংসদ অজিতকুমার ভুঁইঞা। সব মিলিয়ে এখনও পর্যন্ত সংসদে সাসপেন্ড হওয়া সদস্যের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। যাঁদের মধ্যে ৪ জন লোকসভার সদস্য।

রাজ্যসভা সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সংসদে গুজরাটের বিষমদকাণ্ড নিয়ে সরব হন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। অভিযোগ সেই সময় সংসদ কক্ষে শ্লোগান দেওয়ার পাশাপাশি কাগজ ছিঁড়ে চেয়ারম্যানের চেয়ারের দিকে ছুঁড়েও মারেন। যার জেরেই চলতি সপ্তাহের জন্য ওই সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। তাঁর পাশাপাশি সাসপেন্ড করা হয় আর ২ সাংসদকে। এদিকে সংসদে একের পর এক সাসপেনশনের ঘটনায় সরব হয়েছেন তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও ব্রায়েন।

পাশাপাশি সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদদের নিয়ে পঞ্চাশ ঘণ্টার ম‌্যারাথন অবস্থানের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। বিরোধী শিবিরের প্রত্যেকেই যাতে অবস্থানে এসে কিছুক্ষণ কাটান, সেই ব্যবস্থাও করেছে। একইসঙ্গে দেশে বাড়তে থাকা ভয়াবহ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদের অন্দরে সরব হয়েছে ঘাসফুল শিবির।


Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version