Saturday, November 8, 2025

Sandesh Jhingan: জল্পনার অবসান, এটিকে মোহনবাগান ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান

Date:

অবশেষে জল্পনার অবসান। এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) ছাড়লেন ভারতীয় তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) । বৃহস্পতিবার এমনটাই জানান হল এটিকে মোহনবাগানের তরফ থেকে।

২০২০ সালে পাঁচ বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান। প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। কিন্তু তার পরের মরশুমে ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার। সিবেনিকে যোগ দেওয়ার পরে পরিস্থিতি ঘুরে যায় সন্দেশের। চোট-আঘাতের জেরে সিবেনিক থেকে ফের বাগানে যোগ দেন তিনি। সূত্রের খবর বাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তারকা ডিফেন্ডার। এছাড়াও জানা যাচ্ছে কোচের ফর্মেশনে সন্দেশ মোটেই ফিট করছেন না।

কিন্তু এখন প্রশ্ন হল আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবে ঝিঙ্গান? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইস্টবেঙ্গল। বিগত বেশ কিছু দিন ধরে সন্দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে লাল-হলুদ ক্লাব। যদিও একটা সময় সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন। এছাড়া সূত্রের খবর বিদেশে বিশেষ করে ইউরোপের কোন ক্লাবে খেলতে পারেন সন্দেশ। তবে এক্ষেত্রে টাকার পরিমাণ অনেকটা কম হবে। যদিও সন্দেশের প্রথম পছন্দ বিদেশের ক্লাবে যোগ দেওয়া। অপরদিকে সন্দেশকে পেতে দলবদলের বাজারে ঝাঁপিয়েছে সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসিও। এখন দেখার কী করেন বাগানের এই তারকা ডিফেন্ডার।

আরও পড়ুন:EastBengal: ইস্টবেঙ্গলের দায়িত্বে কনস্টানটাইন, দলে শৌভিক চক্রবর্তী-শুভাশিস রায়চৌধুরি

 

Related articles

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে...

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...
Exit mobile version