Thursday, November 13, 2025

করোনায় দেশে কতজন চিকিৎসকের মৃত্যু? কোনও উত্তর নেই সরকারের কাছে

Date:

করোনাকালে(COVID) দেশে মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে। এবার করোনা কালে দেশে দু বছরের কতজন চিকিৎসক(Doctors) মারা গিয়েছেন তার কোন উত্তর দিতে পারল না সরকার।

গত মঙ্গলবার সংসদে প্রশ্ন উঠেছিল দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে একেবারে সামনের সারিতে থাকা এই যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা নিয়ে। সেখানেই সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানান, এ নিয়ে পৃথক কোন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। আইএমএ-র তরফে দাবি করা হয়েছিল, গত দু’বছরে করোনা মোকাবিলা করতে গিয়ে ১৬০০-রও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তবে আইএম এর দাবির সঙ্গে একেবারেই সহমত নয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, পেশা বা অন্য কোনওভাবে করোনায় মৃত্যুর পৃথক পৃথক তথ্য কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি। অবশ্য তিনি জানান, ২৩ জুলাই পর্যন্ত করোনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ মোট ৫ লক্ষ ২৫ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতেও সংসদে সরকার করোনায় মৃত চিকিৎসকদের সংখ্যা নিয়ে আইএমএ-র তথ্যের সঙ্গে সহমত হয়নি। সেই সময় রাজ্যসভায় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৬২ জন চিকিৎসক করোনায় মারা গিয়েছেন। এছাড়াও ১০৭ জন নার্স, ৪৪ জন আশা কর্মী সংক্রমণে প্রাণ হারিয়েছেন। সরকারের এই তথ্য অস্বীকার করে আইএমএ ৭৩৪ জন চিকিৎসকের মৃত্যুর দাবি করেছিল। এবার অবশ্য সরকার আলাদাভাবে কোনও তথ্য নেই বলে জানিয়েছে। আইএমএ’র প্রেসিডেন্ট ডাঃ শাহজানন্দ প্রসাদ সিং বলেন, করোনার প্রথম ঢেউয়ে ৭৫৭ জন চিকিৎসক প্রাণ হারান। তারমধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গিয়েছেন তামিলনাড়ুতে (৯০)। তারপর রয়েছে, পশ্চিমবঙ্গ (৮০)।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version