Tuesday, November 11, 2025

Entertainment: আবার বছর চল্লিশ পর ! দাপুটে পুলিশ রঞ্জিত মল্লিক এবার আইনজীবি

Date:

পর্দায় ফিরছেন ‘ শত্রু’র (Shatru) দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল (Subhankar Sanyal)। তবে একটু অন্যভাবে। আসলে ‘শুভঙ্কর সান্যাল’ নামটা বাঙালির ভীষণ চেনা কারণ, বাংলা সিনেমার পারিবারিক গল্পে সততার প্রতীক মানেই রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। ডাক্তার হোক বা পুলিশ, আদর্শ চরিত্র রূপায়নে বাঙালি দর্শক এবং পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি। ‘শত্রু’- এর সেই দাপুটে রঞ্জিত মল্লিক প্রায় ৪০ বছর পর ফিরতে চলেছেন বড় পর্দায়। অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এবার ‘ অপরাজেয়'(Aparajeyo)আইনজীবী তিনি।

অঞ্জন চৌধুরীর ছবি মানেই বাঙালি দর্শকের প্রথম পছন্দ রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick)বলিষ্ঠ অভিনয়। আজও টেলিভিশনের ম্যাটিনি শো- তে রঞ্জিত মল্লিক অভিনীত ছবি মানে বেশ একটা পারিবারিক গল্পের আমেজ। ” চাবকে, পিঠের ছাল ছাড়িয়ে” নেওয়ার কথা শোনা যায় না বহুদিন। তবে সেই আক্ষেপ খানিকটা মিটতে চলেছে। কারণ ফের বড় পর্দায় দুঁদে আইনরক্ষক শুভঙ্কর সান্যাল ওরফে রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি আইনজীবি । পরিচালক নেহাল দত্ত (Nehal Dutta)বলছেন, “আমরা তো ‘ শত্রু’র দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল -এর পরবর্তী পদক্ষেপ কী ছিল সেই বিষয়ে জানি না। এমন হতেই পারে যে রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে তিনি অবসরের পর আইনজীবি হিসেবে অন্যায়ের প্রতিবাদ করে চলেছেন।” রঞ্জিত মল্লিক অভিনীত ‘অপরাজেয়’ ছবির কাহিনি ও প্রযোজনায় শ্যাম দাগা। উপস্থাপনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মস। সব ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই মুক্তি পাবে এই ছবি। আগামী ২৯ জুলাই ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কেন আর পুলিশ নয়, অবসর নিলেন কেন আর এই নতুন পেশায় কীভাবেই বা নতুন ‘ শত্রু’ দের মোকাবিলা করবেন তিনি ,তাতেই রয়েছে চমক। একেবারে নিজস্ব ভঙ্গিমায় কোমর থেকে বেল্ট খুলে অপরাধীদের শাস্তি দিতেও দেখা যাবে রঞ্জিত মল্লিককে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চায় বাঙালি দর্শক। এই ছবিতে দেখা যাবে লাবণী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। ফের ফিরছেন পর্দার পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version