Wednesday, November 12, 2025

Entertainment: আবার বছর চল্লিশ পর ! দাপুটে পুলিশ রঞ্জিত মল্লিক এবার আইনজীবি

Date:

পর্দায় ফিরছেন ‘ শত্রু’র (Shatru) দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল (Subhankar Sanyal)। তবে একটু অন্যভাবে। আসলে ‘শুভঙ্কর সান্যাল’ নামটা বাঙালির ভীষণ চেনা কারণ, বাংলা সিনেমার পারিবারিক গল্পে সততার প্রতীক মানেই রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। ডাক্তার হোক বা পুলিশ, আদর্শ চরিত্র রূপায়নে বাঙালি দর্শক এবং পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি। ‘শত্রু’- এর সেই দাপুটে রঞ্জিত মল্লিক প্রায় ৪০ বছর পর ফিরতে চলেছেন বড় পর্দায়। অন্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে এবার ‘ অপরাজেয়'(Aparajeyo)আইনজীবী তিনি।

অঞ্জন চৌধুরীর ছবি মানেই বাঙালি দর্শকের প্রথম পছন্দ রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick)বলিষ্ঠ অভিনয়। আজও টেলিভিশনের ম্যাটিনি শো- তে রঞ্জিত মল্লিক অভিনীত ছবি মানে বেশ একটা পারিবারিক গল্পের আমেজ। ” চাবকে, পিঠের ছাল ছাড়িয়ে” নেওয়ার কথা শোনা যায় না বহুদিন। তবে সেই আক্ষেপ খানিকটা মিটতে চলেছে। কারণ ফের বড় পর্দায় দুঁদে আইনরক্ষক শুভঙ্কর সান্যাল ওরফে রঞ্জিত মল্লিক। তবে এবার তিনি আইনজীবি । পরিচালক নেহাল দত্ত (Nehal Dutta)বলছেন, “আমরা তো ‘ শত্রু’র দাপুটে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল -এর পরবর্তী পদক্ষেপ কী ছিল সেই বিষয়ে জানি না। এমন হতেই পারে যে রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে তিনি অবসরের পর আইনজীবি হিসেবে অন্যায়ের প্রতিবাদ করে চলেছেন।” রঞ্জিত মল্লিক অভিনীত ‘অপরাজেয়’ ছবির কাহিনি ও প্রযোজনায় শ্যাম দাগা। উপস্থাপনায় মোজোটেল এন্টারটেনমেন্ট ও দিব্যা ফিল্মস। সব ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই মুক্তি পাবে এই ছবি। আগামী ২৯ জুলাই ছবির পোস্টার ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কেন আর পুলিশ নয়, অবসর নিলেন কেন আর এই নতুন পেশায় কীভাবেই বা নতুন ‘ শত্রু’ দের মোকাবিলা করবেন তিনি ,তাতেই রয়েছে চমক। একেবারে নিজস্ব ভঙ্গিমায় কোমর থেকে বেল্ট খুলে অপরাধীদের শাস্তি দিতেও দেখা যাবে রঞ্জিত মল্লিককে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চায় বাঙালি দর্শক। এই ছবিতে দেখা যাবে লাবণী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। ফের ফিরছেন পর্দার পুলিশ অফিসার শুভঙ্কর সান্যাল।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version