Saturday, November 15, 2025

‘আমার বাড়িকে মিনি-ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়’, ইডির কাছে দাবি অর্পিতার

Date:

অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। এই আবহে দুই জনের থেকেই তথ্য বের করতে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। তবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি তদন্তে সেভাবে সাহায্য করছেন না। তবে অর্পিতা মুখোপাধ্যায় নাকি মুখে খুলেছেন ইডির কাছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি কর্তাদের অর্পিতা বলেছেন, ‘আমার বাড়িকে মিনি-ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়।’এদিকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য মিডিয়ার কাছে ‘ফাঁস’ হওয়ায় ইডির উপর ক্ষুব্ধ অর্পিতার আইনজীবীরা। জানা গিয়েছে, আগামী শুনানিতে এই ‘বয়ানে’র বিরোধিতা করবেন তাঁরা। পাশাপাশি ইডির ‘অক্ষমতা’ তুলে ধরতে সরকারেরই হিসেব কাজে লাগাতে পারেন অর্পিতার আইনজীবীরা। উল্লেখ্য, বিগত কয়েক বছরে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে ইডি মাত্র ২৩ জনকে দোষী সাব্যস্ত করতে পেরেছে। এই পরিসংখ্যান তদন্তকারীদের জন্য বেশ অস্বস্তিকর বটে। তবে অর্পিতার ‘মুখ খোলার’ বিষয়টি অস্বস্তিকর হতে চলেছে পার্থবাবুর কাছে। এদিকে সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ও নাকি তদন্তে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীদের। পার্থবাবু নাকি ইডি ক্রতাদের কাছে বলেছেন, ‘সবাই সুপারিশ পাঠাত।’

এর আগে পার্থ ও অর্পিতার গ্রেফতারির আগে অর্পিতার ফ্ল্যাটে ‘টাকার পাহাড়ে’র ছবি ভাইরাল হয়েছিল। অর্পিতা জানিয়েছেন, এই টাকা একটি ঘরে তিনি রেখে দিতেন। সেই ঘরে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের লোকদেরই ঢোকার অনুমতি ছিল। পার্থ চট্টোপাধ্যায় প্রতি সপ্তাহ বা দশদিনে একবার করে তাঁর ফ্ল্যাটে আসতেন বলে জানান অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে অর্পিতা জানান, তাঁর বাড়ি ছাড়া আরও এক মহিলার বাড়িকে ‘মিনি-ব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোরপাধ্যায়। পাশাপাশি অর্পিতা দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় কোনও দিন তাঁকে এই কথা জানাননি যে তাঁর ফ্ল্যাটের সেই ঘরে কত টাকা রাখা। তদন্তকারীদের কাছে অর্পিতা জানান, ২০১৬ সালে এক বাঙালি অভিনেতা তাঁকে পার্থবাবুর সঙ্গে আলাপ করিয়ে দেন। এদিকে অর্পিতা এও মেনে নেন যে তাঁর ফ্ল্যাটে থাকা এই নগদ টাকা বিভিন্ন ক্ষেত্রে নেওয়া ঘুষ। এই সব স্বীকারোক্তির পর পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এদিকে আজকে বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি কর্তারা। উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা, প্রচুর সম্পত্তির নথি, ৩ কেজি সোনা সহ নানা নথি।

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version