Thursday, August 21, 2025

 পরিচালকের বিরুদ্ধে কোটি টাকার মামলা! যশ- শিলাদিত্য সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন

Date:

রাজ্য জুড়ে যখন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কোনও এক মডেল অভিনেত্রীর বাড়ি থেকে তখন কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তবে তিনি যাঁর বিরুদ্ধে মামলা করতে চলেছেন বলে জানা গেছে তিনি টালিগঞ্জের নামজাদা পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik। তাঁর পরিচালনায় ‘চিনেবাদাম’ (Chine Badam)ছবিতে অভিনয় করেছেন যশ। টলি সূত্রের খবর পরিচালক শিলাদিত্য মৌলিকের বিরুদ্ধে নাকি কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। একাধিক বাংলা ছবিতে কাজ করে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি অভিনেত্রী এনা সাহার (Ena Saha)সঙ্গে ‘চিনেবাদাম’ ছবিতে কাজ করেন যে ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন শিলাদিত্য মৌলিক। এর আগে তিনি ‘ সোয়েটার’ (Sweater), ‘হৃদপিণ্ড’ (Hridpindo) -এর মতো প্রেমের ছবি একটু অন্যরকম ভাবে বাঙালি দর্শকের কাছে পরিবেশন করেছেন। যশ ও শিলাদিত্যর সম্পর্কের তিক্ততা শুরু ‘চিনেবাদাম’ ছবির সময় থেকেই। শোনা গেছিল এক পার্শ্ব অভিনেতার চেহারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যশ। তাঁর সঙ্গে এক ছবিতে কাজ করা নিয়েও আপত্তি জানান অভিনেতা। ছবির প্রচারে অংশ নেন নি তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই টলিউড জুড়ে গুঞ্জন। পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছে যে এবার নাকি তাঁদের মধ্যে প্রবেশ করেছে আইন-আদালত! টলিপাড়ার গুঞ্জন বলছে, বুধবার সকালেই নাকি যশের তরফ থেকে পরিচালককে আইনি নোটিস পাঠানো হয়েছে। তার পরে শিলাদিত্যও যোগাযোগ করেছেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে। তাঁর কাছে যশের তরফ থেকে আগে পাঠানো ছবি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ রয়েছে। পরিচালক এবং প্রযোজকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই বার্তা হাতিয়ার করেই নাকি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা ঠুকতে চলেছেন তিনিও ।


Related articles

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

ছেলেকে খুন করে FBI-র হাতে ধৃত মোস্ট ওয়ান্টেড মহিলার ভারত যোগ

নিজের ছ’বছরের পুত্র সন্তানকে খুনের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ২০২৩ সালের। তবে তারপর থেকে মার্কিন নাগরিক(American...

Gold Silver Price: ঠাণ্ডা হচ্ছে বাজার, ইঙ্গিত সোনার দামে

সোমবার ২১ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ৯৮৯০ ₹     ৯৮৯০০ ₹ খুচরো পাকা সোনা   ৯৯৪০...
Exit mobile version