Sunday, August 24, 2025

মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকে শিক্ষক নিয়োগে বাধা নেই, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Date:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শূন্যপদে শিক্ষক নিয়োগে কোনও বাধা নেই। শুক্রবার এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta high court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়( Abhijit Gangopadhyay)।

সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিবকে আদালত নির্দেশ দিয়েছিল, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক এবং মাদ্রাসার স্কুলে কোথায় কত শূন্যপদ রয়েছে, তা হলফনামা দিয়ে জানাতে হবে। শুক্রবার স্কুল শিক্ষা দফতর আদালতে সেই হলফনামা জমা দেয়। সেই অনুযায়ী, মাধ্যমিকে ১৩,৮৪২টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিকে রয়েছে ৫,৫২৭টি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রধানশিক্ষকের জন্য ২,৩২৫টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২১ হাজার ৬৯৪টি।

এর পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এই শূন্যপদগুলিতে নিয়োগ শুরু করা যেতে পারে। সেই প্রক্রিয়ায় কোনও আইনি বাধা নেই। উল্লেখ্য, প্রাথমিক স্তরে কত শূন্যপদ রয়েছে তা জানতে চান বিচারপতি। রাজ্যের তরফে ৩,৯৩৬টি শূন্যপদ থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছিল আদালতে। তবে এও জানানো হয়েছিল, প্রাথমিকে শূন্যপদ তৈরির প্রক্রিয়া সেই অর্থে এখনও শুরু হয়নি। তার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষা দফতরের অধিকর্তাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কেন ওই শূন্যপদে নিয়োগ করা হচ্ছে না, তা আগামী ১৭ অগাস্টের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি। তারপরেই শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে শূন্যপদে শিক্ষক নিয়োগে কোনও বাধা নেই।

আরও পড়ুন- শিয়ালদা স্টেশনে ডিসপ্লে বোর্ডে আগুন! বন্ধ মেইন লাইনে ট্রেন চলাচল

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version