Thursday, November 6, 2025

Adhir Ranjan Chowdhury: রাষ্ট্রপত্নী বিতর্কে ইতি টানতে ক্ষমা চাইলেন অধীর

Date:

রাষ্ট্রপত্নী মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এরপর থেকে চরম বিতর্ক দানা বাঁধে। এবার চিঠি লিখে ক্ষমা চাইলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি।

তিনি জানিয়েছেন ভুল করে মুখ ফসকে নাকি এই মন্তব্য করে ফেলেছিলেন। নিশ্চিতভাবে এটা ‘স্লিপ অফ দ্য টাং ‘ছিল। তাঁর মন্তব্যের পরে সংসদে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকেরা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছিলেন। সেই বিতর্ক শেষ করতেই সংসদের এমন পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ক্ষমা চেয়ে অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দেওয়া চিঠিতে লিখেছেন, “আপনার অবস্থান বর্ণনা করার জন্য একটি ভুল শব্দ ব্যবহার করার জন্য আমি দুঃখ প্রকাশ করতেই এই চিঠি লিখছি। আমি আপনাকে আশ্বস্ত করছি যে, শব্দটি ভুল করেই বেরিয়েছে। আমি ক্ষমাপ্রার্থী এবং আপনাকে আমার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।” প্রসঙ্গত চলতি সপ্তাহের শুরুতেই দিল্লির রাজীব চকে বিক্ষোভ দেখানোর সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার দাবি জানিয়েছিলেন কংগ্রেসের লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই তিনি একবার মুখ ফসকে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী বলে উল্লেখ করেন। ব্যাস, এরপরই বিতর্কের সূত্রপাত।


Related articles

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...
Exit mobile version