Monday, November 10, 2025

১৬০০ পদ তৈরি, সার্ভার রুম পেলেই কাজ এগোবে: কুণালের আশ্বাসে সন্তুষ্ট SSC-র শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা

Date:

SSC-র শারীরশিক্ষা-কর্মশিক্ষায় ১৬০০ পদ তৈরি। কিন্তু আইনের ফাঁসে আটকে সার্ভার রুম। ফলে থমকে রয়েছে নিযোগ। দ্রুত তাঁদের কাউন্সিলিং-এর ব্যবস্থা করার আর্জি নিয়ে রবিবার, তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দেখা করেন চাকরি প্রার্থীরা। আদালতের কাছে আবেদন করে দ্রুত এই জট খোলার চেষ্টা হবে বলে আশ্বাস দিয়েছেন কুণাল।

এসএসসি-র শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা নিযোগের দাবি জানিয়েছে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নায় বসেন। ৩০ এপ্রিল তাঁদের আবেদনে সাড়া দিয়ে সেখানে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাঠিয়ে দেন কুণাল। মমতা তখন দিল্লিতে। সেখান থেকে ফিরে ৩মে ঈদের দিন আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ ৫ মে শিক্ষা দফতরের দুজন উচ্চপদস্থ আধিকারিক গিয়ে ধর্না মঞ্চে আন্দোকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ মে তিনি শারীরশিক্ষা ও কর্মশিক্ষার ১৬০০ পদ তৈরি করেন। কিন্তু তদন্তের কারণে সিল করা হয়েছে SSC-র সার্ভার রুম। ফলে থমকে গিয়েছে নিয়োগ। এই জটিলতা কাটাতেই এদিন কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন চাকরিপ্রার্থীরা। কুণাল বলেন, এই বিষয়টি মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও আন্তরিকতার সঙ্গে বিষয়টিতে নজর রাখছেন। শিক্ষা দফতর ও এসএসসি ওই সার্ভার রুম হাতে পেতে হাই কোর্টে (High Court) আবেদন করবে। দ্রুত সার্ভার রুম হাতে পেয়ে কাউন্সিলিংয়ের কাজ শুরু করতে চেষ্টা করবে। তৃণমূল মুখপাত্রের সঙ্গে কথা বলে সন্তুষ্ট চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তাঁরা। এবার দ্রুত নিয়োগ শুরু হবে বলে আশাবাদী সকলে।

 

 

 

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version