বাংলা সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন! প্রয়াত নির্মলা মিশ্র

‘এমন একটি ঝিনুক খুঁজে পেলম না’-র শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত। শনিবার রাত ১২টা ৫ মিনিটে চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়ছিল ৮১। শিল্পী বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল। বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকও হয়েছিল। আজ, রবিবার সকালে শিল্পীর মরদেহ রবীন্দ্র সদনে আনা হবে শেষ শ্রদ্ধা জানাতে। কেওড়াতলায় হবে শেষকৃত্য। স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র ছিলেন নির্মলা। ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখিরে’-র মতো জনপ্রিয় বাংলা গানের শিল্পী নির্মলা মিশ্র। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগে নির্মলা মিশ্রের গানও মন কেড়ে নেয়।

আরও পড়ুন- কাঁথি পুরসভা থেকে সারদা-বহুতলের ফাইল লোপাট-কাণ্ডে আজ সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ

Previous articleকাঁথি পুরসভা থেকে সারদা-বহুতলের ফাইল লোপাট-কাণ্ডে আজ সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ
Next articleদশ দিনের মধ্যেই ফের করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট