Monday, August 25, 2025

অনলাইন জুয়া, নেশা, রূপচর্চা, বিদেশ ভ্রমণ: ফূর্তিতে দেদার টাকা ওড়াতেন অর্পিতা !

Date:

বেলঘরিয়া অথবা টালিগঞ্জের ফ্ল্যাট। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু যাঁর ফ্ল্যাট থেকে এত কাঁড়ি কাঁড়ি টাকা তিনি ঠিক কীভাবে টাকা খরচ করতেন? মোটের উপর কীভাবে তিনি টাকা ওড়াতেন? এনিয়েও এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে ক্রমশ।

অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন অর্পিতা। দিনভর মজে থাকতেন অনলাইন জুয়ায়। সেখানেই উড়িয়ে দিতেন প্রচুর টাকা। এরপর রূপচর্চার প্রতি টানও ছিল অদম্য। বিদেশ থেকে আসত তাঁর মেকআপ কিট। সেসবেই তিনি খরচ করতেন লক্ষ লক্ষ টাকা। তিনটি পার্লারও খুলে ফেলেছিলেন তিনি। সেখানে অবশ্য পুঁজির কোনও অভাব ছিল না। সেখানে যে বিদেশি মেক আপ কিট ব্যবহার করা হত সেগুলির দামও লক্ষ লক্ষ টাকা।

এখানেই শেষ নয় একাধিক ক্লাবে গিয়ে টাকা ওড়ানোতে অভ্যস্ত ছিলেন অর্পিতা। এতে জলের মতো খরচ হত টাকা। এর উপর ছিল বিদেশ ভ্রমণের শখ। দুবাইতে গিয়ে আইপিএলও দেখে এসেছেন। ওড়িয়া ও তামিল ছবির একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। তাঁদের সঙ্গে নিয়ে মাঝেমধ্যে একটু বিদেশে ঘুরতে বেরোতেন।বিদেশযাত্রা বলতে সে এক এলাহি আয়োজন! ফ্লাইটে বিজনেস ক্লাসে যাতায়াত। পাঁচতারা হোটেল, গাড়িতে ঘুরে বেড়ানো—এরকম যাপনেই অভ্যস্ত ছিলেন তিনি।আসলে চাকরিপ্রার্থীদের টাকায় ফূর্তি করেছেন অর্পিতা।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version