Sunday, November 9, 2025

বিপুল ব্যবধানে হলদিয়া টাটা স্টিলের স্থায়ী কর্মী সংগঠনের ভোটে জয় INTTUC-র

Date:

বিপুল ভোটে হলদিয়া টাটা স্টিলের স্থায়ী কর্মীদের সংগঠনে জয় INTTUC-র। সোমবার হলদিয়ায় টাটা স্টিল হুগলি (Hoogli) মেটকোক ডিভিশনের স্থায়ী কর্মীদের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আইএনটিটিইউসি সমর্থিত প্রগতিশীল এমপ্লয়িজ ইউনিয়ন। মোট ভোটের ৬০শতাংশ ভোট তাঁরা।

নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি সমর্থিত ইউনিয়ন বিজেএমসি এবং সিটু। এই নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল টাটা স্টিল গেট চত্বরে। গত পনেরোদিন ধরে এই নির্বাচনকে নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনগুলির প্রচারে। ভোটের ফলাফল ঘোষণা হতেই সবুজ আবির মেখে আনন্দে মাতোয়ারা হন টাটার কর্মীরা।
মোট ভোটার ছিল ২১২টি।
ভোট পড়েছে ২১১টি।
আইএনটিটিইউসি ভোট পেয়েছে ১২৬টি
বিজেএমসি পেয়েছে ৬২টি
সিটু পেয়েছে ২২টি
একটি ভোট বাতিল হয়েছে।

২০১৯সালের চেয়ে এবার আইনটিটিইউসি ভোট বেশি পেয়েছে। ওইবার তৃণমূলের শ্রমিক সংগঠন ভোট পেয়েছিল ১০৭টি। বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সঙ্ঘ(বিএমএস) পেয়েছিল ৭৫টি এবং সিটু পেয়েছিল ৩০টি। এবার বিজেপি ও সিটু উভয়েরই ভোট কমেছে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের তমলুক জেলার সভাপতি শিবনাথ সরকার জয়ী প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন- নতুন সাত জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর, উচ্ছ্বাস জেলায় জেলায়

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version