Wednesday, August 20, 2025

আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তরা

Date:

আজ ইস্টবেঙ্গল দিবস (EastBengal)। আর আগামীকালই চুক্তি হচ্ছে ইমামি (Emami) ও ইস্টবেঙ্গলের। তাই লাল-হলুদের ১০৩ তম বছরের জন্মদিনে এসে নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন ইমামি কর্তারা। এদিন লাল-হলুদ দিবসে ইমামির তরফ থেকে এসেছিলেল আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। এলেন প্রতিশ্রুতি দিলেন, আসন্ন মরশুমের জন‍্য ভাল দল গড়ার। এদিন অনুষ্ঠান মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এল ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি।

সোমবার সন্ধ্যায় লাল-হলুদ দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে  লাল-হলুদ জনতার মন কেড়ে নিলেন আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। তাঁরা মঞ্চে উঠতেই ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল চিৎকারে কেঁপে উঠল গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তাঁদের সংবর্ধিত করলেন ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পরান হল উত্তরীয়, দেওয়া হল একটি গাছ। এরপরই আদিত্য আগারওয়াল বলেন, “নমস্কার ইমামি ইস্টবেঙ্গল এর শুভেচ্ছা।’ সমবেত জনতার চিৎকার আরও বাড়ল। কিছুটা সময় নিয়ে ফের বললেন, ”উত্তরীয় দেখিয়ে বললেন, এটা আমাদের গর্ব যে এই মঞ্চে আমরা দাঁড়াতে পেরেছি। অনেক উৎকণ্ঠা ছিল সকলের মনে। শুধু বলব, আমাদের পাশে থাকবেন, ধৈর্য রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে ট্রফি হাতে নিয়ে। আমরা ভাল দল গড়ব।”

এদিকে আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল। কী নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, এই প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হলে, আদিত‍্য আগারওয়াল বলেন, ” আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।”

আসলে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ ইমামি-ইস্টবেঙ্গল নামে খেলবে ক্লাবের ফুটবল টিম। কিন্তু আইএসএলের নিয়মই হল, ইনভেস্টরের নাম ক্লাবের আগে বা পরে জোড়া যাবে না। এএফসির নিয়ম আইএসএলে ক্লাবের আগে বা পরে ইনভেস্টোর কোম্পানির নাম বসবে না। তাই ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।

 

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version