Wednesday, November 12, 2025

আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তরা

Date:

আজ ইস্টবেঙ্গল দিবস (EastBengal)। আর আগামীকালই চুক্তি হচ্ছে ইমামি (Emami) ও ইস্টবেঙ্গলের। তাই লাল-হলুদের ১০৩ তম বছরের জন্মদিনে এসে নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন ইমামি কর্তারা। এদিন লাল-হলুদ দিবসে ইমামির তরফ থেকে এসেছিলেল আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। এলেন প্রতিশ্রুতি দিলেন, আসন্ন মরশুমের জন‍্য ভাল দল গড়ার। এদিন অনুষ্ঠান মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এল ইস্টবেঙ্গলের খারাপ সময় কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি।

সোমবার সন্ধ্যায় লাল-হলুদ দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে  লাল-হলুদ জনতার মন কেড়ে নিলেন আদিত্য আগারওয়াল ও মনীষ গোয়েঙ্কা। তাঁরা মঞ্চে উঠতেই ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল চিৎকারে কেঁপে উঠল গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। তাঁদের সংবর্ধিত করলেন ক্লাব কর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পরান হল উত্তরীয়, দেওয়া হল একটি গাছ। এরপরই আদিত্য আগারওয়াল বলেন, “নমস্কার ইমামি ইস্টবেঙ্গল এর শুভেচ্ছা।’ সমবেত জনতার চিৎকার আরও বাড়ল। কিছুটা সময় নিয়ে ফের বললেন, ”উত্তরীয় দেখিয়ে বললেন, এটা আমাদের গর্ব যে এই মঞ্চে আমরা দাঁড়াতে পেরেছি। অনেক উৎকণ্ঠা ছিল সকলের মনে। শুধু বলব, আমাদের পাশে থাকবেন, ধৈর্য রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে ট্রফি হাতে নিয়ে। আমরা ভাল দল গড়ব।”

এদিকে আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ, জানিয়ে দিলেন ইমামি কর্তা আদিত্য আগারওয়াল। কী নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, এই প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করা হলে, আদিত‍্য আগারওয়াল বলেন, ” আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।”

আসলে কলকাতা লিগ ও ডুরান্ড কাপ ইমামি-ইস্টবেঙ্গল নামে খেলবে ক্লাবের ফুটবল টিম। কিন্তু আইএসএলের নিয়মই হল, ইনভেস্টরের নাম ক্লাবের আগে বা পরে জোড়া যাবে না। এএফসির নিয়ম আইএসএলে ক্লাবের আগে বা পরে ইনভেস্টোর কোম্পানির নাম বসবে না। তাই ইস্টবেঙ্গল নামেই খেলবে লাল-হলুদ।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version