Sunday, August 24, 2025

বুধবার মন্ত্রিসভার রদবদল: কারা আসছেন, কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

Date:

বুধবার মন্ত্রিসভার রদবদল। সোমবার, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ওই দিন বিকেল চারটে মন্ত্রিসভার বৈঠকে হবে। ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

কারা আসবেন মন্ত্রিসভায়? কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, রদবদলে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapos Ray), বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik), হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। তালিকায় রয়েছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) নাম। বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বালিগঞ্জের বিধায়ককে মন্ত্রী করার বিষয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। তাপস রায় দীর্ঘদিন বিধায়কই শুধু নন, দলের একজন বর্ষীয়ান নেতা। পরিষদীয় কাজে তাঁর জ্ঞান যথেষ্ট। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনার কথাও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বয়সে তরুণ স্নেহাশিস চক্রবর্তীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ্ব। উত্তরবঙ্গের বিধায়ক হিসেবে উদয়ন গুহর সম্ভাবনা উজ্জ্বল। এবার বিধানসভা নির্বাচনে তিনি সর্বাধিক ভোটও পেয়েছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী। কারণ, এসএসসি (SSC)-র নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাঁর কন্যার স্কুলশিক্ষিকার চাকরি গিয়েছে। কাজের নিরিখে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিংহ, সৌমেন দাস মহাপাত্র, অসীমা পাত্রও। এখন চূড়ান্ত তালিকা কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও ২ রাত।

আরও পড়ুন- এসএসসি দুর্নীতির বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version