Monday, November 3, 2025

তৃণমূল সহ বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার, দাম কমল বাণিজ্যিক গ্যাসের

Date:

গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি নিয়ে কখনও সংসদ চত্বরে ধরনা, কখনও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তৃণমূলের সরাসরি আক্রমণ। বিরোধীদের ক্রমাগত চাপের কাছে শেষমেশ নতিস্বীকার করল কেন্দ্রের বিজেপি সরকার। জুলাইয়ের প্রথমে রান্নার গ্যাসের দাম বাড়লেও অগাস্টের শুরুতে খানিকটা জ্বালানির জ্বালা কমল। এদিন বাণিজ্যিক গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৬ টাকা ৫০ পয়সা। ফলে, কলকাতায় ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে অপরিবর্তিত রয়েছে রান্নার গ্যাসের দাম।

আরও পড়ুন:প্রায় ৬ ঘণ্টা জেরার পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার ইডির

এর আগে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বেড়েছিল। মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে দেশে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। যদিও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তার পর থেকে ৪ দফায় ১৫০ টাকারও টাকার বেশি বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম।

প্রসঙ্গত, পেট্রল-ডিজেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে গ্যাসের দামবৃদ্ধিও। বাণিজ্যিক ব্যবহারের ‘লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’ সিলিন্ডারের দাম চড়চড় করে বেড়ে চলেছে। জ্বালানি তেলের দাম প্রায় রোজই বাড়ছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এপ্রিল থেকেই জীবনদায়ী ও জরুরি ওষুধপত্রের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে আমজনতা। তার মধ্যে আবার রান্নার গ্যাস হাজার ছাড়িয়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version