Sunday, May 18, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু ইডির খাবার তাঁদের মুখে রুচছে না বলেই জানা যাচ্ছে। একটু মুখরোচক খাবারের স্বাদ নিতে চাইছেন পার্থবাবু। তিনি নাকি রবিবার দুপুরের মেন্যুতে পাঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ করেন ইডির কাছে। ইডি আধিকারিকরা অবশ্য পার্থর কথায় আমল দেননি। বরং, চিকিৎসকদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে ইডি। ডায়েট চার্ট মেনেই দু’বেলা খাবার দেওয়া হচ্ছে। তাই পার্থর পাঠার মাংসের আবদার ২পিস চিকেন স্ট্রু’তে মেটানো হয়েছে।

আরও পড়ুন- নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন

সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে পার্থর খাওয়া-দাওয়া নিয়ে খুব সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইডি সূত্রে খবর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সুগার ফ্রি লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফার্স্ট-এ দেওয়া হচ্ছে ওটসের খিচুড়ি। ঘন্টাখানেক পর দু’রকমের ফল। দুপুরের মেন্যুতে ভাত, ডাল, ২পিস মুরগির মাংসের মশলা ছাড়া পাতলা ঝোল। দুপুরে খাবার পর মুস্বাম্বির জুস। বিকেলে আবার তেলেভাজার আবদার করছেন পার্থ। কিন্তু বদলে মিলছে মুড়ি দু’টি করে বিস্কুট। রাতে দেওয়া হচ্ছে একেবারে মেপে রুটি-সবজি। এবং পুরোটাই চিকিৎসকদের পরামর্শ মতো।

অন্যদিকে, পার্থ বান্ধবী।অর্পিতা মুখোপাধ্যায় ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফির জন্য আবদার করলেও কান দেয়নি ইডি। তাঁকেও চিকিৎসকদের পরামর্শ মতো ডায়েট দেওয়া হচ্ছে দু’বেলা। পার্থ-অর্পিতা দু’জনকেই কখনও কখনও ORS জল দেওয়া হচ্ছে। খাওয়া-দাওয়ার পর্বটিও ভিডিওগ্রাফি করে রাখছে ইডি।

 

 

 

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version