Thursday, November 13, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু ইডির খাবার তাঁদের মুখে রুচছে না বলেই জানা যাচ্ছে। একটু মুখরোচক খাবারের স্বাদ নিতে চাইছেন পার্থবাবু। তিনি নাকি রবিবার দুপুরের মেন্যুতে পাঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ করেন ইডির কাছে। ইডি আধিকারিকরা অবশ্য পার্থর কথায় আমল দেননি। বরং, চিকিৎসকদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে ইডি। ডায়েট চার্ট মেনেই দু’বেলা খাবার দেওয়া হচ্ছে। তাই পার্থর পাঠার মাংসের আবদার ২পিস চিকেন স্ট্রু’তে মেটানো হয়েছে।

আরও পড়ুন- নিজের ও পরিবারের আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন সলমন

সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে পার্থর খাওয়া-দাওয়া নিয়ে খুব সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইডি সূত্রে খবর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সুগার ফ্রি লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফার্স্ট-এ দেওয়া হচ্ছে ওটসের খিচুড়ি। ঘন্টাখানেক পর দু’রকমের ফল। দুপুরের মেন্যুতে ভাত, ডাল, ২পিস মুরগির মাংসের মশলা ছাড়া পাতলা ঝোল। দুপুরে খাবার পর মুস্বাম্বির জুস। বিকেলে আবার তেলেভাজার আবদার করছেন পার্থ। কিন্তু বদলে মিলছে মুড়ি দু’টি করে বিস্কুট। রাতে দেওয়া হচ্ছে একেবারে মেপে রুটি-সবজি। এবং পুরোটাই চিকিৎসকদের পরামর্শ মতো।

অন্যদিকে, পার্থ বান্ধবী।অর্পিতা মুখোপাধ্যায় ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফির জন্য আবদার করলেও কান দেয়নি ইডি। তাঁকেও চিকিৎসকদের পরামর্শ মতো ডায়েট দেওয়া হচ্ছে দু’বেলা। পার্থ-অর্পিতা দু’জনকেই কখনও কখনও ORS জল দেওয়া হচ্ছে। খাওয়া-দাওয়ার পর্বটিও ভিডিওগ্রাফি করে রাখছে ইডি।

 

 

 

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version