Thursday, November 13, 2025

পার্থ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও কোটি কোটি টাকার কাটমানি খেয়েছেন! ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য

Date:

এ যেন কেঁচো খুঁড়তে কেউটে! এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী যে দুর্নীতির পাহাড়ে বসেছিলেন, সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারী সংস্থা। জাল গোটাতে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে দু’টি বেনিয়ম নজরে এবার নজরে এসেছে এজেন্সির। ইডি আধিকারিকরা মনে করছেন, এক্ষেত্রেও কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত একটানা ৭ বছর রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই সময়কালের মধ্যে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রেই এই অনুমোদনের জন্য কোটি কোটি নগদ টাকার লেনদেন হয়েছ বলে ইডি খবর পেয়েছে।

পার্থর আমলে অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি চালুর ক্ষেত্রে গাইডলাইন অনুযায়ী যথেষ্ট পরিকাঠামোই ছিল না। কিন্তু খাতায়-কলমে তা দেখিয়ে দেওয়া হয় কোটি কোটি টাকার বিনিময়ে। এমনকী, কোর্স চালুর ক্ষেত্রেও ব্যাপক কাটমানি নেওয়া হয়েছে বলে ইডির দাবি। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি এখন ইডির স্ক্যানারে।

এখানেই শেষ নয়। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সরকারি অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিকে বছরের বিভিন্ন সময়ে প্রশ্নপত্র, মার্কশিট, অ্যাডমিট কার্ড, বুকলেট, ম্যাগাজিন ইত্যাদি ছাপতে হয়। সাধারণত সরকারি প্রেস থেকেই এগুলি ছাপা হতো। কিন্তু করোনা পিরিয়ডে
এই বিপুল সামগ্রী ছাপার বরাত পায় একাধিক বেসরকারি প্রেস। এখানেও কমিশনের বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়ার নথি হাতে এসেছে তদন্তকারীদের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২১ কোটি টাকার একটি নথিও হাতে পেয়েছে বলে দাবি ইডির। এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আধিকারিক ও লোকজনের নাম উঠে আসছে।

আরও পড়ুন:বাংলার অচিন্ত‍্যকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version