Thursday, August 21, 2025

বাংলার অচিন্ত‍্যকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

Date:

রবিবার মধ‍্যরাতে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনার পদক জিতেছেন বাংলার অচিন্ত্য শিউলির ( Achinta Sheuli)। ভারোত্তোলনে সোনা জেতেন অচিন্ত্য। ভারোত্তোলনে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জয় করেন তিনি। আর তারপর থেকেই বাংলা-সহ গোটা দেশের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অচিন্ত‍্যকে।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটারে লিখেছেন,” অচিন্ত শিউলি কমনওয়েলথ গেমসে সোনা জিতে এবং তেরঙ্গা উঁচু করে ভারতকে গর্বিত করেছে। নিজের ব্যর্থতা পিছনে ফেলে ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলে এবং শীর্ষে জায়গা করে নিলে। তুমি হলে চ্যাম্পিয়ন। যে ইতিহাসও রচনা করেছে। আন্তরিক অভিনন্দন!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অচিন্ত‍্যের সঙ্গে একটি কথোপকথন করা একটি ভিডিও পোস্ট করে লেখেন,” আমাদের দল কমনওয়েলথ গেমসের জন্য রওনা হওয়ার আগে, আমি অচিন্ত্য শিউলির সঙ্গে কথা বলেছিলাম। ওর মা এবং ভাইয়ের কাছ থেকে ও যে সমর্থন পেয়েছিল, তা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আমি আশা করি, পদক জয়ের পর ও এখন একটি সিনেমা দেখার সময় পাবে।”

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক জিতেছে। যা সত্যিই আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত। ওকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমার সাফল্য দেশের অগণিত ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তোমার ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট!”

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে ফের সোনার পদক, ভারোত্তোলনে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version