Sunday, August 24, 2025

কাঁথির অধিকারী ব্রাদার্স ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ!

Date:

ফের অস্বস্তিতে কাঁথির প্রভাবশালী অধিকারী ব্রাদার্স। বিশেষ করে অধিকারীদের মেজ আর ছোট ভাইয়ের ঘনিষ্ঠ পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। দুর্নীতি মামলার তদন্তে নেমে দিলীপ বেরার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন তদন্তকারীরা। ওই চারটি অ্যাকাউন্টে প্রায় চার কোটি টাকা রয়েছে বলে পুলিশের দাবি। পুরসভার এই প্রাক্তন ইঞ্জিনিয়ারের কাছে এতো টাকা কোথা থেকে এলো তারই উত্তর খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ-অর্পিতার

একইসঙ্গে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে জনমঙ্গল সমবায় সমিতিতে থাকা ভল্ট খোলার জন্য তমলুকে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। জনমঙ্গল সমবায় সমিতিতে অধিকারী ব্রাদার্স ঘনিষ্ঠ দিলীপ বেরার ২কোটিরও বেশি টাকা রয়েছে বলে দাবি পুলিশের।

দ্রুত সঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হেফাজতে থাকা ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য তমলুকের বিশেষ কোর্টে আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। সিজেএম কোর্টের তত্ত্বাবধানে ধৃত ইঞ্জিনিয়ারের স্বাক্ষর সংগ্রহ করে তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই কাঁথি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ গ্রেফতার করে পুলিশ। দুর্নীতি দমন আইনে মামলা হয়। এর আগে রাঙামাটি শ্মশানে বেআইনি স্টল বিলির ঘটনায় দিলীপ বেরাকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলায় অবশ্য জামিন পান দিলীপ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version