Saturday, May 3, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায় – বর্তমানে তাঁকে একডাকে সকলেই চেনেন। কয়েকমাস আগেই সংবাদ শিরোনামে ধারাবাহিকতা বজায় রেখে উঠে আসছে তাঁর নাম। যত সময় গড়িয়েছে রাজ্যের সাধারণ মানুষের কাছে তিনি চরম আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) বিচারপতি (Justice) হওয়ার পাশাপাশি এবার তিনি অন্য অবতারে ধরা দিলেন। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সম্প্রতি পরামর্শদাতা (Consultant) হিসাবে দেখা গেল তাঁকে। এ যেন অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিকবার বিভিন্ন মামলায় নিজের সম্পর্কে বিচারপতি জানিয়েছিলেন, তিনি কখনও ভয় পান না। অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি, করবেন না। বর্তমানে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে (Jalpaiguri Circuit Bench) গিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এখন à§§à§« দিনের জন্য তিনি সেখানেই থাকবেন। আগামী কয়েকদিন তিনি সার্কিট বেঞ্চে মামলার বিচার করবেন। à§§ অগাস্ট সোমবার থেকে জলপাইগুড়িতে ফের চালু হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। কলকাতার পাশাপাশি এবার সেখানেও থাকবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।তবে শুধু সার্কিট বেঞ্চে মামলার বিচার করেই থেমে থাকছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানকার আইনজীবীদের আইনের পাঠও পড়াচ্ছেন। পরামর্শ দিচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও। আর সোমবার সেই পাঠশালাতেই আইনি পাঠ পড়লেন সার্কিট বেঞ্চের আইনজীবীরা। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্লাসে কান পেতে আইনের যাবতীয় খুঁটিনাটি বিষয় জেনে নেন উৎসাহী আইনজীবীরা। গত রবিবারই জলপাইগুড়ি পৌঁছন বিশিষ্ট আইনজীবী। এরপর সোমবার সার্কিট বেঞ্চের শুনানির পরই তিনি পৌঁছে যান জলপাইগুড়ি জেলা আদালতে। সেখান থেকে তিনি বার অ্যাসোসিয়েশনের অফিসে যান। এদিনই বিচারপতিকে বার অ্যাসোসিয়েশনের তরফে সম্বর্ধিত করা হয়। এরপরই সেখানে আইনজীবীদের একাধিক বিষয়ে পরামর্শ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

তবে শুধু সিনিয়রদেরই নয়, বার অ্যাসোসিয়েশনের জুনিয়র আইনজীবীদেরও উৎসাহিত করেন বিচারপতি। ধৈর্য সহকারে একাধিকবার বুঝিয়ে দেন আদালতের যাবতীয় জটিল বিষয়। জুনিয়র আইনজীবীদের উৎসাহিত করতে দেখা যায় বিচারপতিকে। তবে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা জানান, ওনার মতো এমন একজন বিচারপতিকে কাছে পেয়ে আমরা আনন্দিত। ওনার বক্তব্য সিনিয়র, জুনিয়র সবাইকে উৎসাহিত করবে এবং ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকলকেই বারবার হাইকোর্টের মামলায় অংশগ্রহণ করতে বলেন। পাশাপাশি, আইনের একাধিক বিষয়ে লেখাপড়া করারও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version