Saturday, May 3, 2025

শহরাঞ্চলে নিকাশী ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকে (corporate house) শামিল করার পরিকল্পনা নিয়েছে। আইন অনুযায়ী ৫০০ কোটি টাকার বেশি লেনদেন আছে এমন কর্পোরেট সংস্থাগুলি তাদের সমাজিক দায়বদ্ধতা বা সিএসআর (CSR) প্রকল্পের আওতায় জনস্বার্থে নানা উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার এর আওতায় জঞ্চাল অপসারণ ও নিকাশিকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণার পানিহাটি (Panihati Municipality) এবং কামারহাটি পুর (Kamarhati Municipality) এলাকাতে সিএসআর (CSR) প্রকল্পের মাধ্যমে নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। অন্যান্য পুরসভাতেও এই একই মডেল অনুসরণ করার কথা ভাবা হচ্ছে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে।

সিএসআর (CSR) প্রকল্পের জন্য তৈরি হওয়া পোর্টালে এই সংক্রান্ত কাজকে যুক্ত করা হবে। যাতে আগ্রহী কর্পোরেট সংস্থা (corporate house) এই প্রক্রিয়ায় শামিল হতে পারে। প্রসঙ্গত, জানা গিয়েছে, সিএসআরের মাধ্যমে কাজ হলেও রাজ্য সরকারই তার বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর রাজ্যের তরফেই নিখরচায় তৈরি করে দেওয়া হবে। ডিপিআর অনুযায়ী কাজ হচ্ছে কি না সেটার ওপরেও রাজ্য সরকার নজরদারী চালাবে ।

তবে প্রকল্প সংক্রান্ত আর্থিক লেনদেনের সমস্ত দায়িত্বই থাকবে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানিরএর বাইরেও জনস্বার্থে পরিকল্পিত আরও কয়েকটি প্রকল্প সিএসআরের মাধ্যমে করার জন্য এই পোর্টালে তোলা হবে। এব্যপারে সমস্ত পুরসভাকে তাদের মতামত দিতে বলা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের ৫৮টি দফতরের ১ হাজার ২৮৩টি প্রকল্প সিএসআর প্রকল্পের (CSR project) আওতায় নিয়ে এসে সংশ্লিষ্ট পোর্টালে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version