Thursday, August 21, 2025

শহরে CID হানায় উদ্ধার লাখ লাখ টাকা! ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচার প্রাথমিক লেনদেন?

Date:

ফের শহর কলকাতা (Kolkata) থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। মঙ্গলবার লালবাজার(Lalbazar) এলাকায় বিকানের বিল্ডিংয়ে এক ব্যবসায়ীর অফিস হানা দিয়ে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার করেছে সিআইডি (CID)। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ। একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর রূপোর কয়েনও। অফিসের কম্পিউটার থেকেও মিলেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারগুলির হার্ড ডিস্ক। বেশ কিছু নথিও মিলেছে।

গত শনিবার সন্ধ্যায় ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। কেন এই পরিমাণ নগদ টাকা, তার সদুত্তর দিতে পারেননি ওই বিধায়করা (MLA)। সেই সূত্র ধরেই এদিন বিকানের বিল্ডিংয়ে এক ব্যবসায়ীর অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। CID আধিকারিকরা মনে করছেন, এই অফিসেই টাকার লেনদেন হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, হাওড়ার পাঁচলা থেকে গত শনিবার বিপুল টাকা-সহ গ্রেফতার হন ঝাড়খণ্ডের ওই তিন ৩ কংগ্রেস বিধায়ককে।পরে আরও দু’জন গ্রেফতার হয়। ঝাড়খণ্ড কংগ্রেসের এক বিধায়কের অভিযোগ, সরকার ফেলার জন্য ঘোড়া কেনাবেচা করতে এই বিপুল টাকার প্রাথমিক লেনদেন। সরকার ভাঙার জন্য বিধায়ক পিছু ১০ কোটি টাকা টোপ দেওয়া হয়েছে।


Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version