Monday, August 25, 2025

ভয়াবহ মূল্যবৃদ্ধিতে নাকাল দেশবাসী: অর্থমন্ত্রী নির্মলাকে একহাত নিলেন অধীর

Date:

দেশে বাড়তে থাকা মূল্যবৃদ্ধির(Price Hike) জেরে নাকাল দেশবাসী। দীর্ঘ টালবাহানার পর সংসদে এবিষয়ে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্র সরকার। মূল্যবৃদ্ধি নিয়েই এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhari)। স্পষ্ট ভাষায় জানালেন, কেন্দ্রের(Central) তরফে যে সব বক্তব্য পেশ করা হচ্ছে তার কোনও ভিত্তি নেই, সবই কথার কথা। মানুষের কাছে প্রশ্ন করুন মূল্যবৃদ্ধিতে তাদের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে। সরকার দেখানোর চেষ্টা করছে সব কিছু ঠিক আগে। কিন্তু বাজারে আগুন লেগেছে। মানুষের পকেটে আগুন লেগেছে।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধীর বলেন, সরকার নিজেকে বাঁচাতে কোথায় কোথায় ইউপিএ আমলের উদাহরণ টানে। একটা সময়ে সিলিন্ডার ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা ছিল। পেট্রোল ডিজেলের দাম কোথা থেকে আজ কোথায় এসে পৌঁছে গিয়েছে। টাকার দাম পড়তে পড়তে আজ কোথায় এসে ঠেকেছে। অথচ সংসদে বেকার তথ্য খাড়া করে সাফাই দিচ্ছে কেন্দ্র। মূল সমস্যা ছেড়ে অন্য বিষয়ে কথা বলা হচ্ছে। প্রতিবাদ করলে বের করে দেওয়া হচ্ছে। অধীর আরও বলেন, এই সরকার শুধু জ্ঞান দেয় দেশে “রাবড়ি কালচার'(বিনামূল্যে বিতরণের সংস্কৃতি) শেষ করতে হবে। “খাদ্য অধিকার আইন” যা ভারতে চালু হয়েছিল সোনিয়া জি এবং মনমোহন সিংয়ের সময়ে। তারই আওতায় আজ ভারতের দরিদ্র মানুষ সস্তায় খাদ্যশস্য পাচ্ছে। এটা তাদের অধিকার। আর সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে মোদি সরকার

মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে অধীর আরও বলেন, করোনাকালে যখন বিরোধীদের তরফে মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের বেহাল অবস্থায় দাবি করা হয়েছিল বিনামূল্যে রেশন দেওয়ার। এই রেশন কোনও দয়া নয়, সরকারের দায়িত্ব। সরকারি গুদামে খাদ্যশস্য জমে ছিল সেটাই দেওয়া হয়েছে। এবং সেটা সাধারণ মানুষের পাওয়ার অধিকার।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version