Sunday, November 16, 2025

ফের শহরে টাকা উদ্ধার। এবার হাওড়া স্টেশন। বুধবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল নগদ ৩৫ লক্ষ টাকা। ওই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার সময় রেল পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজকুমার সোনি। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুরে। বুধবার ডাউন চম্বল এক্সপ্রেসে হাওড়া স্টেশনে এসে নেমেছিল ওই ব্যক্তি। স্টেশন থেকে বেরোনোর সময় আরপিএফের রুটিন তল্লাশির মুখে পড়ে ব্যাগ সমেত ধরা পড়ে যায় সে। তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় প্রথমে কিছুটা হতবাক হয়ে যান রেশ পুলিশের আধিকারিকরা। জানা গেছে, ওই টাকা নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র ছিল না। এই টাকা সে কোথা থেকে কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা-ও স্পষ্ট করে জানাতে পারেনি। তাঁর কথাবার্তায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। এরপরই ওই টাকা বাজেয়াপ্ত করে রেলপুলিশের পক্ষ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে আয়কর দফতরকেও খবর দেওয়া হয়। সন্ধ্যায় আয়কর দফতরের অফিসারেরা এসে তাঁকে জেরা করেন। বাজেয়াপ্ত টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, বিপুল পরিমাণ ওই টাকা কেন নিয়ে যাচ্ছিল তার কোনও উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি। এমনকী এই টাকা নিয়ে যাওয়ার সাপেক্ষে সে কোনও তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি। ওই টাকা হাওলার মাধ্যমে পাচার হচ্ছিল কিনা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার হাওড়ায় রানিহাটি মোড়ে বম্বে রোডে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। ফের হাওড়ায় ৩৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্ভাব্য সমস্ত দিকই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা।

আরও পড়ুন- ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার নামে ৩০টির বেশি বীমা পলিসি! সবকটির নমিনি পার্থ

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version