Monday, August 25, 2025

মঙ্গলবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারোত্তোলনে আরও একটি পদক পেল ভারত (India)। পুরুষদের ৯৬ কেজি বিভাগে রুপোর পদক জিতলেন বিকাশ ঠাকুর ( Vikas Thakur)। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৪৬ কেজি ওজন তুলেছেন তিনি। সোনা জিতেছেন সামোয়ার ডন ওপেলগি। তিনি ওজন তুলেছেন ৩৮১ কেজি।

স্ন্যাচে তৃতীয় প্রয়াসে ১৫৫ কেজি ওজন তোলেন বিকাশ। সেটিই তাঁর সর্বোচ্চ। এরপর ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রয়াসে ১৯১ কেজি তোলেন। তৃতীয় প্রয়াসে ১৯৮ কেজি তুলতে যান। কিন্তু সফল হননি। তাতেও রুপো পাওয়া আটকায়নি বিকাশের। ব্রোঞ্জ পেয়েছেন ফিজির তানিয়েলা তাইসুভা।

স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় বিকাশ ১৪৯ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি নিজের পারফর্ম্যান্সে আরও চার কেজি ভার যোগ করে নেন। অর্থাৎ দ্বিতীয় প্রচেষ্টায় বিকাশ ১৫৩ কেজি ভার তোলেন। স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টায় বিকাশ ১৫৫ কেজি ভার তোলেন। সুতরাং তিনটি সফল প্রচেষ্টার পরে স্ন্যাচে ভারতীয় তারকার সেরা পারফর্ম্যান্স ১৫৫ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে বিকাশ প্রথম প্রচেষ্টায় ১৮৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৯১ কেজি ভার তোলা মাত্রই তাঁর পোডিয়াম ফিনিশ নিশ্চিত হয়ে যায়। তৃতীয় প্রচেষ্টায় ১৯৮ কেজি ভার তোলার চেষ্টা করে ব্যর্থ হন ভারতীয় তারকা। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে বিকাশ ৩৪৬ কেজি ভার তোলেন।

কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম সেরা ভারোত্তোলক বিকাশ। টানা তিনটি কমনওয়েলথে পদক জিতলেন তিনি।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে লন বোলে সোনা ভারতের, সোনা জয় টেবল টেনিসেও

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version