Friday, November 14, 2025

পার্থ-অর্পিতার যৌথ সংস্থার হদিশ, জয়েন্ট অ্যাকাউন্টের নথি পেশ ইডির

Date:

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু টাকা কার প্রশ্নে দু’জনেই বলেছেন, তাঁদের নয়। এই পরিস্থিতিতে ইডির আইনজীবীর মুখে উঠে এল ‘‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামক একটি সংস্থার নাম। আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করেন, ২০১২ সালের নভেম্বর মাসে দুই জনের সমান সমান পার্টনারশিপে‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামক সংস্থাটি চালু করা হয়।  সেই সময় এই পার্টনারশিপ ফার্মের নাম করে বেশ কিছু সম্পত্তিও কেনা হয়েছিল বলে জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল ! লিঙ্গায়ত সম্প্রদায়ের সন্ন্যাসীর বক্তব্যে জল্পনা তুঙ্গে

ইডির তরফে এদিন আদালতে ৪ কোটি ৩০ লক্ষ টাকার নথি জমা করা হয়। এবং পার্থ ও অর্পিতার জয়েন্ট অ্যাকাউন্টের নথিও জমা দেওয়া হয়। পাশাপআশি ইডির আদালতে জানায়, বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একটি যৌথ সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে। ওই কনভেয়েন্স ডিডটি রেজিস্টার হয়েছিল ২০১২ সালের ২০ জানুয়ারি। সেই কনভেয়েন্স ডিডটি বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব তথ্য আদালতে তুলে ধরে ইডির তরফে জানানো হয়, এর থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে অভিযুক্ত দুই জনের মধ্যে (পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়) অন্তত ২০১২ সাল থেকে যোগাযোগ রয়েছে।

ইডির আইনজীবী এদিন আদালতে আরও জানিয়েছেন, অভিযুক্তদের যে সব সম্পত্তি ও টাকা উদ্ধার হয়েছে, তার উৎস কী, কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করবই। পাশাপাশি ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামে যৌথ মালিকানায় যে সংস্থার কথা উল্লেখ করা হয়েছে, তারও ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলিও উদ্ধার করে যাচাই করে দেখা দরকার।  তাই তাদের দুজনকেই ইডি হেফাজতে রাখার আর্জি জানান ইডির আইনজীবী। এরপর বিচারক পার্থ, অর্পিতাকে শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...
Exit mobile version