Monday, November 10, 2025

EastBengal: শহরে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, বিকেলে শুরু ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলন

Date:

বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের ( Emami EastBengal) নতুন হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constatine)। কোচকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন লাল-হলুদ সমর্থকেরা। উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা। গর্জন এবং উল্লাসের মাধ্যমে সমর্থকরা স্বাগত জানায় কনস্ট্যান্টাইনকে। বুধবার সন্ধ্যায় দলের১৩ জন ফুটবলারের নাম ঘোষণা করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বিকেলে ক্লাব মাঠে অনুশীলনে নামবে লাল-হলুদ ব্রিগেড। দুপুর তিনটের সময় ক্লাবে আসতে বলা হয়েছে ফুটবলারদের। তবে স্টিফেন মাঠে নেমে ফুটবলারদের অনুশীলন শুরু করে দেবেন কি না তা এখনই বলা যাচ্ছে না।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার অনুশীলনের প্রথম দিন ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সেরে ফেলবেন কস্ট‍্যান্টাইন। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ। হাতে সময় খুব কম। এর মধ্যেই ফুটবলারদের ম্যাচ ফিট করে তুলতে হবে। তাই বৃহস্পতিবার থেকে বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবেন সৌভিক চক্রবর্তী, ভিপি সুহেররা। এদিকে বিদেশি ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে স্টিফেন কনস্ট্যান্টাইনই শেষ কথা। তবে তাঁর করা তালিকায় ব্রাইট এনোবাখারের  নাম যে নেই তা লাল হলুদের তরফ থেকে জানান হয়েছে। অনেক কাজ বাকি, বিমানবন্দরে পা রেখে জানিয়ে দেন কনস্ট‍্যান্টাইন। এরপাশাপাশি তিনি বলেন, খুবই ভালো লাগছে লাল-হলুদের কোচ হয়ে। দলকে চ‍্যাম্পিয়ন করাই লক্ষ‍্য আমার।”

এদিকে বুধবার সন্ধ্যায় ১৩ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল। দলে রয়েছেন, ভিপি সুহেরের মত স্ট্রাইকার। সেন্ট্রাল মিডফিল্ড সামলানোর জন্য রয়েছেন গত মরশুমে আইএসএল জেতা সৌভিক চক্রবর্তী। উইঙ্গার হিসেবে নাওরেম মহেশ সিং দলে থাকছেন। আছেন গত মরশুমে লাল-হলুদে খেলা আঙ্গুসানাও। এছাড়াও দলে রয়েছেন অনিকেত যাদব, অমরজিৎ সিং, মোবাশির, সার্থক গুলোই, অঙ্কিত মুখোপাধ্যায়ের মতন ফুটবলাররা। গোলরক্ষক হিসেবে দলে থাকছেন ৩১ বছর বয়সী পবন কুমার।

এদিকে লাল-হলুদ কোচের মতন বৃহস্পতিবার সকালে শহরে পা দিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। রাশিয়ান হেডস্যারকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাদা-কালো শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন দলের বেশ কিছু সমর্থকরাও।

 

আরও পড়ুন:CWG 2022: ভারোত্তোলনে ফের পদক ভারতের, ব্রোঞ্জ পেলেন লভপ্রীত

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version