Sunday, August 24, 2025

পার্থ-অর্পিতার যৌথ সংস্থার হদিশ, জয়েন্ট অ্যাকাউন্টের নথি পেশ ইডির

Date:

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু টাকা কার প্রশ্নে দু’জনেই বলেছেন, তাঁদের নয়। এই পরিস্থিতিতে ইডির আইনজীবীর মুখে উঠে এল ‘‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামক একটি সংস্থার নাম। আদালতে অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করেন, ২০১২ সালের নভেম্বর মাসে দুই জনের সমান সমান পার্টনারশিপে‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামক সংস্থাটি চালু করা হয়।  সেই সময় এই পার্টনারশিপ ফার্মের নাম করে বেশ কিছু সম্পত্তিও কেনা হয়েছিল বলে জানানো হয়েছে আদালতে।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল ! লিঙ্গায়ত সম্প্রদায়ের সন্ন্যাসীর বক্তব্যে জল্পনা তুঙ্গে

ইডির তরফে এদিন আদালতে ৪ কোটি ৩০ লক্ষ টাকার নথি জমা করা হয়। এবং পার্থ ও অর্পিতার জয়েন্ট অ্যাকাউন্টের নথিও জমা দেওয়া হয়। পাশাপআশি ইডির আদালতে জানায়, বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একটি যৌথ সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে। ওই কনভেয়েন্স ডিডটি রেজিস্টার হয়েছিল ২০১২ সালের ২০ জানুয়ারি। সেই কনভেয়েন্স ডিডটি বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব তথ্য আদালতে তুলে ধরে ইডির তরফে জানানো হয়, এর থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে অভিযুক্ত দুই জনের মধ্যে (পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়) অন্তত ২০১২ সাল থেকে যোগাযোগ রয়েছে।

ইডির আইনজীবী এদিন আদালতে আরও জানিয়েছেন, অভিযুক্তদের যে সব সম্পত্তি ও টাকা উদ্ধার হয়েছে, তার উৎস কী, কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করবই। পাশাপাশি ‘অপা ইউটিলিটি সার্ভিসেস’ নামে যৌথ মালিকানায় যে সংস্থার কথা উল্লেখ করা হয়েছে, তারও ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলিও উদ্ধার করে যাচাই করে দেখা দরকার।  তাই তাদের দুজনকেই ইডি হেফাজতে রাখার আর্জি জানান ইডির আইনজীবী। এরপর বিচারক পার্থ, অর্পিতাকে শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version