Wednesday, November 12, 2025

স্বাধীনতা দিবসে লালকেল্লায় জঙ্গি হামলার ছক! দিল্লিজুড়ে সতর্কবার্তা

Date:

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমৃতমহোৎসব পালনের প্রস্তুতি চলছে দেশজুড়ে। এরইমাঝে প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে সতর্কবার্তা এল ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র তরফে। এই গয়েন্দা সংস্থার তরফে দাবি করা হয়েছে, স্বাধীনতা দিবসের আগে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্যে দিল্লিতে হামলার ছক কষছে জঙ্গি সংগঠন(Terror Group) লস্কর ও জইশ সংগঠন। যার জেরে লালকেল্লায় সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো গোটা এলাকায় সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি পুলিশের(Delhi Police) তরফে।

সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা আইবির(IB) তরফে ১০ পাতার একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র চালানো জঙ্গি সংগঠন লস্কর ও জইশ ১৫ অগাস্টের আগেই দিল্লিতে হামলার পরিকল্পনা করছে। তাই লালকেল্লায় (Red Fort) প্রবেশের অনুমতি নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে পুলিশকে। পাশাপাশি জানানো হয়েছে বড় কোনও ভিভিআইপি নেতৃত্বকে টার্গেট করে চালানো হতে পারে এই হামলা। আর এই হামলার জন্য জঙ্গিদের সমস্তরকম অস্ত্রের যোগান দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা। দিল্লির পাশাপাশি একিরকম হামলার সতর্কতা জারি করা হয়েছে কাশ্মীরেও।

আইবির দীর্ঘ এই রিপোর্টে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জয়পুর এবং অমরাবতীর ঘটনাবলির কথা উল্লেখ করে জানানো হয়েছে, আকাশপথেও হামলা চালাতে পারে জঙ্গিরা। তার জন্য চালকবিহীন বিমান বা প্যারাগ্লাইডার ব্যবহার করা হতে পারে। আইএসআইয়ের তৈরি করা জঙ্গি সংগঠন লস্কর-ই-খালসার কাছে ইতিমধ্যেই আফগান ফাইটার জেট এসে গিয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট পেয়ে ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছে দিল্লি পুলিশ। বাড়তি নজর রাখতে বলা হয়েছে, রোহিঙ্গা, আফগানিস্তান ও সুদানের নাগরিকরা যেখানে বসবাস করেন সেই জায়গায়। টিফিন বোমা জাতীয় বস্তু নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version