Thursday, August 28, 2025

সময়ের আগেই বাদল অধিবেশন শেষ করার পরিকল্পনা! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

মূল্যবৃদ্ধি(Price Hike) সহ একাধিক ইস্যুতে বিরোধীদের চাপে কোণঠাসা কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। সংসদে একের পর এক প্রশ্ন ছুঁড়ছে বিরোধীরা তবে তার কোনও সদুত্তর দিতে পারছে না সরকার। এই পরিস্থিতিতে এবার বাদল অধিবেশন কাটছাঁট করার পরিকল্পনা করছে মোদি সরকার। জানা যাচ্ছে, নির্ধারিত ১২ অগাস্টের পরিবর্তে ৮ অগাস্ট অধিবেশন শেষ করে দেওয়া হতে পারে। তবে সরকারি ভাবে এখনও এই ঘোষণা না হলেও সূত্রের খবর এমনই। বিষয়টি প্রকাশ্যে আসার পর মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হল তৃণমূল(TMC)।

শুক্রবার এই ইস্যুতে মোদি সরকারকে তোপ দেগে টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। টুইটে তিনি লেখেন, “সংসদের আশেপাশে শোনা যাচ্ছে সরকার ১২ আগস্টের বদলে ৮ আগস্ট অধিবেশন শেষ করে দিতে চায়। এটা অত্যন্ত খারাপ। মোদি সরকার কেন সংসদ ভবন থেকে পালিয়ে বেড়াচ্ছে?”

উল্লেখ্য, মোদি জমানায় মূল্যবৃদ্ধি, জিএসটি রেট বৃদ্ধি, ইডি-সিবিআইয়ের ব্যাপক সক্রিয়তা সহ একাধিক ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। লাগাতার চলছে আন্দোলন। বিরোধীদের আন্দোলনের জেরে স্বাভাবিকভাবেই ব্যহত হচ্ছে সংসদের কাজ। বেশ কিছু বিল পাশ করানোর কথা থাকলেও সেগুলি নিয়ে আলোচনা করা যাচ্ছে না। বিরোধীদের একের পর এক প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারছে না শাসকদল। মনে করা হচ্ছে, সেকারণেই বাদল অধিবেশন সংক্ষিপ্ত করতে চাইছে সরকার।

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version