Corona Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬০০। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ৬২৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

আবার বাড়ল করোনা (Corona) সংক্রমণ। মাঝের কয়েকদিনে প্রায় ১৫ হাজারের নিচে চলে যাওয়া সংক্রমণ ফের এক লাফে বেড়ে গিয়ে ২০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন।

করোনা সংক্রমণ নিয়ে বেশ কিছু রাজ্যের পরিসংখ্যান চিন্তায় রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭০ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬০০। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৪৫ হাজার ৬২৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত প্রায় ২০৫ কোটির বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ।