Saturday, December 6, 2025

বকেয়া ১,০০,৯৬৮.৪৪ কোটি: মোদির সঙ্গে বৈঠকে টাকা মেটানোর দাবি মমতার

Date:

Share post:

বারবার সরব হলেও রাজ্যের পাওনা বিপুল অঙ্কের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। সেই ইস্যুতেই শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির বাসভবনে ৪০ মিনিটের এই বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বকেয়া টাকার হিসেব ধরালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই হিসেবের অঙ্কটা ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। একইসঙ্গে নাম বিতর্কে আটকে থাকা প্রকল্পগুলি নিয়েও কথা হয়েছে মমতা-মোদির।

প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের নির্ধারিত সময় ছিল শুক্রবার ৪.৩০ নাগাদ। তবে নির্ধারিত সময়ের আগেই ৪টে ২০ নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রায় ৪০ মিনিট বৈঠক হয় দু’জনের। সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, যত দ্রুত সম্ভব ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের নামকরণ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে। তার জেরে কার্যত থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ। এই সকল প্রকল্প পুনরায় যাতে রাজ্যে চালু করা হয় তার জন্যও দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন রাজ্যের বকেয়া টাকার বিস্তারিত হিসেব লিখিত আকারে প্রধানমন্ত্রীকে দেন মুখ্যমন্ত্রী। যেখানে দেখা যাচ্ছে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, মিডমে মিল, ঘাটাল মাস্টার প্ল্যান সহ আরও একাধিক প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৩৯,৩২২.৬০ কোটি টাকা। অতীতে আমফান, যশ, বুলবুল ঝড়ে ক্ষতিপূরণ বাবদ রাজ্যের বকেয়া ৬০,৬২৯.২৮ কোটি টাকা। সবমিলিয়ে মোট বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকার হিসেব দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এবং দ্রুত এই টাকা মেটানোর আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রীর তরফে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বার বার টাকা মিটানোর দাবি জানানো হলেও সে বিষয়ে কর্ণপাত করেনি মোদি সরকার। এমনকি এই ইস্যুতে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তারপরও দেখা যায়নি কোনও হেলদোল। এই ইস্যুতেই সরাসরি এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা। এর পাশাপাশি ‘বাংলা আবাস যোজনা’ ও ‘বাংলা সড়ক যোজনা’ নামকরনের জেরে আটকে রাখা হয়েছে এই দুই প্রকল্পের টাকা। এর পাশাপাশি একাধিক প্রকল্পের বকেয়া আটকে রেখেছে মোদি সরকার। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন আবাস ও সড়ক এই দুই প্রকল্পে যেমন কেন্দ্রের টাকা রয়েছে তেমনই বাংলার টাকাও রয়েছে। ফলে যেহেতু বাংলার অংশিদারিত্ব রয়েছে, ফলে রাজ্যে এই প্রকল্প চললে বাংলার নামে আপত্তি কোথায়? এই ইস্যুতো বটেই, শুক্রবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অতীতের সমস্ত বকেয়া মেটানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ইন্ডিগোর অচলাবস্থার জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা, অবশেষে মুখ খুললেন সিইও 

গোটা সপ্তাহ জুড়ে ইন্ডিগো (IndiGo Airlines) উড়ানে একের পর এক বিশৃঙ্খলা। কখনও প্রযুক্তিগত ত্রুটি, কখনও কর্মী সংকট, কখনওবা...

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...