Nabanna: রাখী পূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই আগামী বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকবে বলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১১ অগস্ট রাখী পূর্ণিমা, সেই উপলক্ষে ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West bengal)। আজ শুক্রবার বিকেলে নবান্নের (Nabanna) তরফে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানান হয়েছে। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত দফতর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই আগামী বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকবে বলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণত রাখী পূর্ণিমার (Raksha Bandhan)দিন সব বাড়িতেই ছোটখাটো অনুষ্ঠান হয়ে থাকে। পাশাপাশি এই রাখী বন্ধন উৎসব আমাদের সংস্কৃতির অঙ্গ। অনেকেই এদিন এখানে ওখানে যান এই উৎসব পালন করতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন এই উৎসব পালনের কথা। শুধু ভাই-বোন নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে এই রাখী বন্ধন উৎসব। ভারতবর্ষে এই উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। এই কারণের জন্য অনেক সময় রাখী বন্ধন উৎসব কে রাখী পূর্ণিমাও বলা হয়। ১৯০৫ সালে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন (Raksha Bandhan) উৎসব পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ২০২২ -এ আগামী ১১ অগস্ট রাখী পূর্ণিমা তিথি পড়ায় ঐ দিন সরকারি ছুটির ঘোষণা রাজ্য সরকারের।

Previous articleবকেয়া ১,০০,৯৬৮.৪৪ কোটি: মোদির সঙ্গে বৈঠকে টাকা মেটানোর দাবি মমতার
Next articleজেল হাসপাতাল নয়, পার্থকে সেলে রাখার দাবি কুণালের