Saturday, August 23, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের আজ, শুক্রবারই শেষদিন। তার আগে দুর্নীতিকাণ্ডের রহস্য উন্মোচন করতে মরিয়া ইডি। সকাল হতেই শুরু হয়েছে জেরা পর্ব। যদি মুখে কুলুপ পার্থর বলে দাবি ইডি সূত্রের। এদিন দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আদালতে পেশ করা হবে।  আজ ১১টায়  দু’জনকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে ইএসআই জোকায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরই তাদের ফের বিশেষ আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে।

আরও পড়ুন:বাংলার ‘নকশা’র ভূয়সী প্রশংসা, জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার ‘তন্তুজ’

পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে দু’সপ্তাহ আগে গ্রেফতার করে ইডি। প্রথম দফার ১১ দিনের ইডি হেফাজত হয় তাঁদের। দ্বিতীয় দফায় ৩ দিনে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। যদিও দুজনের কেউই এই টাকার উৎস কী তা নিয়ে মুখ খোলেননি বলে দাবি ইডির।

ইডি সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয় পার্থ-অর্পিতাকে। মুখোমুখি জেরা করার পরে পৃথকভাবেও জেরা করা হয়। শান্তিনিকেতনের যে ৪ সম্পত্তির হদিশ মিলেছে, সেই নিয়ে দু’জনকেই জেরা করেন তদন্তকারী আধিকারিকেরা। জেরা করা হয় জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও। জানা গিয়েছে, এ দিনের জেরায় উঠে এসেছে অপা ইউটিলিটিজ সার্ভিসেস কোম্পানির কথাও। তবে মুখোমুখি জেরাতেও অসহযোগিতার অভিযোগ পার্থর বিরুদ্ধে। তবে কিছুটা হলেও সহযোগীতা করেছে অর্পিতা বলে দাবি ইডির।

জানা গেছে, আজ কিছু CD আদালতে জমা দেবেন ইডি কর্তারা। আর সেখানে থাকা নতুন তথ্যের ভিত্তিতে ফের তাঁদের নিজেদের হেফাজতে চাইতে পারে ইডি। ইডি কর্তাদের দাবি, জেরায় উঠে আসা নতুন নানা তথ্যের ভিত্তিতে পরবর্তী তদন্ত চলবে।

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version