Monday, August 25, 2025

ফের অশনি সংকেত ভারতীয় ফুটবলে। তৈরি হয়েছে ভারত থেকে মেয়েদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাওয়া নিয়ে আশঙ্কা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নয়া সংবিধান ও নির্বাচনের বিষয়ে সুপ্রিম কোর্ট নিজের রায় জানিয়েছিল। কিন্তু এবার সেই রায়ের ভিত্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিল ফিফা ও এএফসি। ফিফা এবং এএফসি-র তরফে এদিন চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে। সেই চিঠির পরেই ভারত থেকে মেয়েদের অনুর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফিফা এবং এএফসি-র তরফে এদিন চিঠি দেওয়া হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। সেখানে তাদের বক্তব্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কিছুতেই মেনে নেবে না ফিফা-এএফসি। ভারতে সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে ফুটবলের নিয়ামক সংস্থা। এবং এমনটা হলে, ফেডারেশনকে সাসপেন্ড করা হবেই, পাশাপাশি আসন্ন অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও সরিয়ে নিয়ে যেতে পারে ফিফা। এমনকি আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতাতেও নামতে পারবে না তারা।

বেশ কয়েক দিন আগে ফিফা ও এএফসির প্রতিনিধি দল এসেছিলেন ভারতে। সেখানে রাজ্য ফুটবল সংস্থা ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে তাদের কথা হয়। সেই বৈঠকগুলিতে নির্বাচন সংক্রান্ত সংবিধান তৈরির পথপ্রদর্শক হিসেবে ডেডলাইন দিয়েছিল ফিফা ও এএফসি। সেই ডেডলাইন অনুযায়ী, আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের সংবিধান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে।

আরও পড়ুন:আজ মিনি ডার্বি, নৈহাটি গোল্ডকাপে মুখোমুখি মোহনবাগান-মহামেডান

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version