Thursday, November 13, 2025

গল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যু: কড়া পদক্ষেপ লালবাজারের, ক্লোজ অভিযুক্ত ২ পুলিশকর্মী

Date:

কলকাতায় যুবকের রহস্যমৃত্যু (Mysterious Death)। দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন থানা (Golf Green Police Station) এলাকার আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার (Dipankar Saha) মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও যুবকের মাদকাসক্তির কথা স্বীকার পরিবারের। তদন্তে নেমে ২ পুলিশকর্মীকে ক্লোজ করল লালবাজার।

রবিবার দীপঙ্কর ও তাঁর ৪ বন্ধু প্রকাশ্যে মাদক (Drugs) নিচ্ছিলেন বলে অভিযোগ। টহলদারির সময় দেখতে পেয়ে তাঁদের থানায় নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। রাতে বাড়ি ফিরে যান দীপঙ্কর। শুক্রবার, তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের মারেই জখম হয়ে মৃত্যু হয়েছে ৩৪ বছরের দীপঙ্করের। ইতিমধ্যে মৃতের ময়না তদন্তের রিপোর্ট (Post Mortem Report) হাতে এসেছে পুলিশের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার (Lalbazar)। তদন্তে নেমে গল্ফগ্রিনের ২ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

তবে থানার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে জানা গিয়েছে, রবিবার রাত ১০ টা ২৬ নাগাদ তাঁদের নিয়ে যায় পুলিশ। এরপর অভিযুক্তদের থানায় বসিয়ে রাখা হয়েছিল। তবে আধ ঘণ্টার মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। থানা থেকে হেঁটেই বেরতে দেখা যায় দীপঙ্করদের। এরপর বাড়ি ফিরে বৃহস্পতিবার রাত থেকে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শুক্রবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় দীপঙ্করের। পরিবারের তরফেও ছেলের মাদকাসক্তির (Drug Addiction) কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

তবে দীপঙ্করের শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা গত রবিবারের নয় বলেই প্রাথমিক তদন্তে অনুমান। থানার বাইরে দীপঙ্করকে কোথাও মারধর করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version