Saturday, November 15, 2025

সিবিআইয়ের তলবে হাজিরা দিচ্ছেন না- জানালেন বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সোমবার, তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই অনুব্রতর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। ইমেল করে যেতে না পারার কারণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। সেখানে বলা হয়েছে, তিনি অসুস্থ। চিকিৎসা চলছে। ইমেলে তাঁকে সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

গরু পাচার মামলায় গত বুধবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে ছিল সিবিআই-ও (CBI)৷ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালায় ইডি ও সিবিআই। তাঁকে ১০ঘণ্টা জেরা করা হয়। ইতিমধ্যেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

এই সব জায়গা থেকে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রের খবর। এর আগে তাঁকে পাঁচবার নোটিশ দেয় সিবিআই। পঞ্চম নোটিশের পরে তিনি নিজাম প্যালেসের পর SSKM হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাঁকে ফের নোটিশ পাঠায় CBI। হাজিরা দেন অনুব্রত। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সপ্তমবার অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সোমবার তিনি যেতে পারবেন না, তা রবিবারই জানিয়ে দিয়েছেন সিবিআইকে।

 

 

 

 

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version