Sunday, November 16, 2025

সিবিআইয়ের তলবে হাজিরা দিচ্ছেন না- জানালেন বীরভূমের জেলা তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। সোমবার, তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু তিনি হাজির হতে পারবেন না বলে রবিবারই অনুব্রতর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। ইমেল করে যেতে না পারার কারণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। সেখানে বলা হয়েছে, তিনি অসুস্থ। চিকিৎসা চলছে। ইমেলে তাঁকে সময় দেওয়ার আর্জি জানানো হয়েছে বলে সূত্রের খবর।

গরু পাচার মামলায় গত বুধবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি৷ অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী এবং নেতার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। ইডি-র সঙ্গে যৌথ তল্লাশিতে ছিল সিবিআই-ও (CBI)৷ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে তল্লাশি চালায় ইডি ও সিবিআই। তাঁকে ১০ঘণ্টা জেরা করা হয়। ইতিমধ্যেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই।

এই সব জায়গা থেকে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সূত্রের খবর। এর আগে তাঁকে পাঁচবার নোটিশ দেয় সিবিআই। পঞ্চম নোটিশের পরে তিনি নিজাম প্যালেসের পর SSKM হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই তাঁকে ফের নোটিশ পাঠায় CBI। হাজিরা দেন অনুব্রত। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার সপ্তমবার অনুব্রতকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সোমবার তিনি যেতে পারবেন না, তা রবিবারই জানিয়ে দিয়েছেন সিবিআইকে।

 

 

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version