এক মহিলার উপর প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বিহারীপুর এলাকার বাসিন্দা ওই বিজেপি কর্মীর নাম জিতেন্দ্র রাস্তোগি। বিষয়টি নিয়ে বিজেপিকে তুলোধোনা করল তৃণমূল কংগ্রেস। রীতিমতো টুইট করে যোগী রাজ্যের বিজেপি নেতার কীর্তিকে সামনে এনেছে তৃণমূল।
আরও পড়ুনঃ কমনওয়েলথ গেমসের ফাইনালে পিভি সিন্ধু
পুলিশ জানা গিয়েছে, সিটি পুলিশ স্টেশনে গত ৩১ জুলাই অনুরাধা রাস্তোগি নামে এক মহিলা একটি এফআইআই দায়ের করেন। তাঁর উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জিতেন্দ্র বিগত দিনে উত্তরপ্রদেশ উদ্যোগ ব্যাপার নামে একটি ব্যবসায়ী সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। তবে আগেই তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এরপরই মোদিকে নিশানা করেছে তৃণমূল। লেখা হয়েছে, আপনার নজরদারিতে নারীদের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কখন আপনি জেগে উঠবেন। তৃণমূলের এই টুইট নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির।