Kolkata: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আহত CISF-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট

ডান হাতের কনুইয়ের নীচে গুলি লাগে সুবীরের। হাত ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

এসএসকেএম (SSKM) হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাদুঘরে গুলিকাণ্ডে আহত CISF-এর অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ (Subir Ghosh)। রবিবার, তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। গুলিকাণ্ডে অভিযুক্ত হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রর নিশানায় ছিলেন সুবীর ঘোষই। নিজেদের বাঁচাতে গাছের আড়ালে লুকিয়ে পড়েন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট ও এএসআই। কিন্তু গুলিতে মৃত্যু হয় এএসআই রঞ্জিত সারেঙ্গির। আহত হন সুবীর।

ডান হাতের কনুইয়ের নীচে গুলি লাগে সুবীরের। হাত ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

Previous articleআসামীর সঙ্গে প্রেম, বিয়ের দিনই চরম পরিণতি তরুণীর
Next articleগল্ফগ্রিনে যুবকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, হাইকোর্টে যাচ্ছে পরিবার