Sunday, August 24, 2025

বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছিল, বুমেরাং হয়েছে! বিহার পালাবদল নিয়ে মন্তব্য সুখেন্দুশেখরের

Date:

“ইতিহাস বলছে, পূর্ব ভারত দিল্লির কাছে কোনওদিন বশ্যতা স্বীকার করেনি। বিহারে তৃণমূলের এখনও কোনও সাংগঠনিক উপস্থিতি নেই। তবে বিহারের এই রদবদলে বাংলার মানুষ খুশি হবেন। আসলে বিজেপির সঙ্গে জোটে কেউ টিকতে পারবে না। ওরা বড় মাছ, ছোট মাছকে গিলে খাচ্ছে। নতুন মৃগয়াক্ষেত্র হয়েছে অসম। সেখান থেকে অপারেট হচ্ছে এইসব কীর্তি কারবার। বিজেপি আঞ্চলিক দলের অস্তিত্ব বিপন্ন করতে চায়। ঘুরপথে সব দখল করাটাই বিজেপির উদ্দেশ্যে। এবার বুমেরাং হয়ে গিয়েছে।” বিহারের রাজনৈতিক পালাবদলকে এভাবেই ব্যাখ্যা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।

আজ, মঙ্গলবার NDA দীর্ঘদিনের জোটসঙ্গী নীতিশ কুমার বিহারের রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেন। দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নীতিশ কুমার। রাজভবন থেকে বেরিয়েই তিনি লালু প্রসাদ যাদবের বাসভবনে যান। এবার বিজেপিকে ব্রাত্য করে বিহারে তৈরি হতে চলেছে “মহাজোট” সরকার। বলা যায়, মহারাষ্ট্রের বদলা হয়ে গেল বিহারে।

এ প্রসঙ্গে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর রায় বলেন, “বিজেপির মতো জোটসঙ্গী থাকলে কোনও রাজনৈতিক দলই নিশ্চিন্তে থাকতে পারে না। অস্তিত্ব সঙ্কটে ভুগবে। আসলে বিজেপি কোনও আঞ্চলিক দলের অস্তিত্বেই বিশ্বাস করে না। ওরা সব আঞ্চলিক দলকে শেষ করে দিতে চায়। সেটা তাঁদের জোটসঙ্গী হলেও। বিজেপি জোটে কোনও দল থাকতে পারে না। অবিজেপি রাজ্যগুলির নির্বাচিত সরকার ফেলে দেওয়া তাদের লক্ষ্য। তার জন্য কোটি কোটি টাকার খেলা। তাই বিহারে বিজেপিকে মোক্ষম জবাব দিতে এই ধরনের কিছু একটা ঘটবে সেটা প্রত্যাশিতই ছিল।”

আরও পড়ুন- দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বর্ণাঢ্য মহামিছিলে হাঁটবেন ইউনেস্কোর ২ প্রতিনিধি

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version