দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। সেই বিষয়টি উদযাপনে পয়লা সেপ্টেম্বর মহামিছিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে অংশ নিতে ইউনেস্কোকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে মহামিছিলে পা মেলাবেন ইউনেস্কোর ২ প্রতিনিধিও। নবান্নের (Nabanna) চিঠির উত্তরে সম্মতিপত্র পাঠিয়েছে তারা। নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি লেখেন, “UNESCO সাড়া দিল বাংলার আমন্ত্রণে। মমতা বন্দ্যোপাধ্যায় 1 sept যে মহামিছিলে নেতৃত্ব দেবেন, তাতে থাকবেন দুই প্রতিনিধি।”
বাংলায় মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই দুর্গাপুজো উদযাপনে বিশেষ নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে রেড রোডে প্রতিবছর হয় বিসর্জনের কার্নিভাল। তাঁর এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বিশ্বের তাবড় উৎসবের মধ্যে থেকে হেরিটেজ তকমা ছিনিয়ে এনেছে বাংলার দুর্গোৎসব। ইউনেস্কোর এই মর্যাদাকে উদযাপন করার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে দুর্গাপুজোর একমাস আগে পয়লা সেপ্টেম্বর শ্যামবাজার থেকে টাউন হল পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। মহামিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। রঙিন হয়ে উঠবে মহানগরের রাজপথ। পদযাত্রায় অংশ নেওয়ার জন্য ইউনেস্কোর প্রতিনিধি পাঠাতে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আমন্ত্রণে সাড়া দিয়েছে ইউনেস্কো। এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে চিঠিতে ইউনেস্কো লিখেছে, তাদের দুই প্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ডিরেক্টর অফ কালচার Ernesto Ottone Ramirez ও কালচার অ্যান্ড হেরিটেজ সেক্রেটারি Tim Curtis বর্ণাঢ্য মহামিছিলে যোগ দেবেন। আর একইসঙ্গে ইউনেস্কোর এই পদক্ষেপ যেসব বিরোধীরা “বাংলায় দুর্গাপুজো হয় না” বলে অপপ্রচার করেছিল তাদের গালেও একটা কড়া থাপ্পড়।
শুধু কলকাতাতেই নয়, রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোকে ইউনেস্কোর দেওয়া হেরিটেজ তকমার বিষয়টি উদযাপন করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর একমাস আগের থেকেই উৎসবের চেহারা নেবে কলকাতা-সহ বাংলার নানা প্রান্ত।
আরও পড়ুন- Jadavpur University: পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বদলে গেল প্রবেশিকা পরীক্ষার সূচি