Wednesday, November 12, 2025

Jadavpur University: পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বদলে গেল প্রবেশিকা পরীক্ষার সূচি

Date:

মেনে নেওয়া হল পরীক্ষার্থীদের দাবি। এবার বদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার (entrance exam) সূচিতে। বিজ্ঞান শাখায় স্নাতক স্তরে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার কথা বলা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। কিন্তু পরীক্ষার সূচি প্রকাশ্যে আসতেই দেখা যায় একই দিনে দুটি পরীক্ষার জন্য সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। সেই মতো তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সূচি পরিবর্তনের ( change of schedule) জন্য অনুরোধ করেন। সব দিক চিন্তা করে এবার নতুন সূচি প্রকাশ করল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই বছর বিজ্ঞান শাখার প্রবেশিকা পরীক্ষায় চারটি বিষয়কে রাখা হয়েছে। আগের সূচিতে রসায়নের পরীক্ষা ১২ আগস্ট দুপুর আড়াইটে থেকে এবং গণিতের পরীক্ষা ১৩ আগস্ট সকাল ১১টা থেকে হওয়ার কথা ছিল। আবার ১২ আগস্ট কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET-UG) পরীক্ষাও রয়েছে। এই পরীক্ষায় যারা বসবেন তাঁরা অনেকেই রসায়নের (chemistry) পরীক্ষা দিতে আগ্রহী। কিন্তু একই সময়ে দুটি পরীক্ষা হলে তা কখনই সম্ভব নয়। তাই তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন সূচি বদলের জন্য। সেই মতো ভাবনা চিন্তা করে এবার নতুন সূচি প্রকাশ করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১২ আগস্ট দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত গণিত পরীক্ষা হবে। ১৩ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে রসায়নের প্রবেশিকা পরীক্ষা হবে বলে জানান হয়েছে।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version