Friday, December 19, 2025

ফের অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

Date:

Share post:

সোমবারই কলকাতায় শারীরিক অসুস্থতার জন্য মেডিক্যাল চেকআপ করেন অনুব্রত মণ্ডল। তাই CBI হাজিরা দিতে পারেননি। এবার ফের একবার গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামিকাল অর্থ্যাৎ বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন বেলা ১১টার মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে।

আরও পড়ুন:বাংলার নতুন রাজ্যপালের পদে কি মোদি-শাহ ঘনিষ্ঠ রাকেশ আস্থানা?

সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে ই-মেল করে তলবের ব্যাপারে জানানো হয়েছে। তিনি হাজিরা না দিলে কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর। অসুস্থতার জন্য সোমবার সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না, এ কথা রবিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান অনুব্রত। রবিবার বীরভূম থেকে কলকাতার চিনার পার্ক এলাকার বাড়িতে আসেন অনুব্রত। সোমবার সেখান থেকে প্রথমে এসএসকেএম হাসপাতালে যান তিনি। তাঁর শারীরিক পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান,তাঁর অসুস্থতা রয়েছে, তবে তাতে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তারপরই বোলপুরে নিজের বাড়িতে ফিরে যান অনুব্রত মণ্ডল। এরপর মঙ্গলবার ফের তাঁকে তলব করে ইমেল করে সিবিআই।

অন্যদিকে বুধবার অনুব্রত মণ্ডলকে কী কী বিষয়ে জেরা করা হবে? কী জানতে চাওয়া হবে, সেই সব বিষয়গুলি ঠিক করতে মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছেছেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। সূত্রের খবর, তিনি অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারদের সঙ্গে আলোচনা করবেন। কথা বলতে পারেন গরু পাচার মামলার মূল তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের সঙ্গেও।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...